অবসরের পর প্রিমিয়ার লিগে নেমে সংবর্ধনা পেলেন মুশফিক 

Mushfiqur Rahim
ছবি: ফিরোজ আহমেদ

মাঠ থেকে ওয়ানডে ছাড়ার সুযোগ নেননি মুশফিকুর রহিম। তবে ভিন্নভাবে মাঠেই পেলেন বিদায় সংবর্ধনা। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সবচেয়ে অভিজ্ঞ এই ব্যাটারকে সতীর্থরা ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে দিলেন গার্ড অব অনার, কেক কেটে বিদায় উদাযপনও হলো মিরপুরে। 

Mushfiqur Rahim
ছবি: ফিরোজ আহমেদ

বুধবার রাতে ফেসবুকে ওয়ানডে থেকে অবসর ঘোষণা দেন মুশফিক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর সমালোচনায় পড়েছিলেন ৩৭ পেরুনো তারকা। তাকে আর ওয়ানডেতে বিবেচনা করা হবে এই নিয়ে উঠছিল প্রশ্ন। সংশয়ের মধ্যে না থাকে বিদায়ের পথে হাঁটেন তিনি। 

Mushfiqur Rahim
ছবি: ফিরোজ আহমেদ

বৃহস্পতিবার মিরপুরে ঢাকা প্রিমিয়ার লিগে রূপগঞ্জ টাইগার্সের মুখোমুখি হয়েছিলো মুশফিকের মোহামেডান। খেলার শুরুতে ফিল্ডিং করতে নামার সময় কিপার মুশফিককে গার্ড অব অনার দেন সতীর্থরা।

এই ম্যাচ রান তাড়ায় সহজেই মোহামেডান জিতে যাওয়ায় ব্যাট করা হয়নি মুশফিকের। ম্যাচ শেষে সবাইকে নিয়ে পরে তিনি কেক কাটেন। এই সময় জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির গেম ডেলোলাপমেন্টের কর্মকর্তা হাবিবুল বাশার সুমনও উপস্থিত ছিলেন। 

Mushfiqur Rahim
ছবি: ফিরোজ আহমেদ

এদিকে ১৯ বছর বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলায় মুশফিককে ধন্যবাদ জ্ঞাপন করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

মুশফিকুর ২৭৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন, যা বাংলাদেশের হয়ে ৫০ ওভারের ফরম্যাটে সর্বোচ্চ। ডানহাতি এই ব্যাটসম্যান ৩৬.৪২ গড় এবং ৭৯.৭০ স্ট্রাইক রেটে ৭৭৯৫ রান সংগ্রহ করেছেন। যেখানে রয়েছে ৯টি সেঞ্চুরি ও ৪৯টি হাফ-সেঞ্চুরি।

Comments

The Daily Star  | English

Why was July 2025 wetter in Bangladesh?

Bangladesh experienced three low-pressure systems on July 7, July 14 and July 24 which led to heavy rain

18m ago