ত্রিশের আগে-পরের গোলে রোনালদোর অনন্য ভারসাম্য

Cristiano Ronaldo

বয়স পেরিয়েছে চল্লিশ। তবে ক্রিস্তিয়ানো রোনালদোকে দেখে মনে হয় তিনি আছেন দুর্বার তারুণ্যে। এখনো গোল করার তাড়না তার আগের মতই এবং গোলও করে যাচ্ছেন নিয়মিত। শুক্রবার আল-নাসেরের হয়ে নতুন আরেক গোলে অন্যরকম এক ভারসাম্যের ছবি দেখালেন তিনি

সৌদি প্রো লিগে আল-শাবাবের বিপক্ষে আল-নাসেরের ২-২ ড্রয়ের সময় রোনালদো ৪৫ মিনিটে পান গোল। আল-আওয়াল পার্কে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বক্সের ভেতর থেকে জোরালো শটে গোল করেন। প্রাথমিকভাবে অফসাইডের কারণে বাতিল হলেও, ভিএআর (VAR) পরীক্ষা করার পর গোলটি বৈধ ঘোষণা করা হয়।

এই গোলের মাধ্যমে, প্রায় এক মাস আগে ৪০ পেরুনো রোনালদো একটি অনন্য ভারসাম্য অর্জন করেন। এটি ছিল ৩০ বছর বয়স হওয়ার পর রোনালদোর ৪৬৩তম গোল। ৩০তম জন্মদিনের আগেও তিনি ঠিক সমান সংখ্যক গোল করেছিলেন।

পেশাদার ফুটবলে প্রথম খেলোয়াড় হিসেবে ১০০০ গোলের লক্ষ্য নিয়ে ছুটছেন রোনালদো। সেই মাইলফলক থেকে তিনি আছেন আর ৭৪ গোল দূরে। পর্তুগিজ মহাতারকা ক্লাব ফুটবল তো খেলছেনই, আন্তর্জাতিক ফুটবলও ছাড়েননি। ক্যারিয়ার থামার আগে বাকি ৭৪ গোল করে ফেলা তার জন্য খুব স্বাভাবিক বাস্তবতা মনে হচ্ছে।

Comments

The Daily Star  | English
earthquake in Bangladesh

Hundreds feared dead after 6.0 magnitude earthquake strikes Afghanistan

The quake was at a depth of 10 km (6.21 miles), GFZ said.

2h ago