জোতার মৃত্যুতে হৃদয়বিদারক বার্তা রোনালদোর

না ফেরার দেশে চলে গেলেন লিভারপুলের পর্তুগিজ ফুটবলার দিয়াগো জোতা। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জোতা এবং তার ভাই আন্দ্রে সিলভা নিহত হন। তাদের মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে নেমে এসেছে শোকবার্তার বন্যা। তাদের সতীর্থ ক্রিস্তিয়ানো রোনালদোও দিয়েছেন হৃদয়বিদারক বার্তা।

মাত্র ২৮ বছর বয়সে জীবনপ্রদীপ নিভে যাওয়া এই পর্তুগিজ ফুটবলারের মৃত্যু ক্রীড়াজগতের জন্য যেন এক শীতল ঝড়ের মতো। সাবেক সতীর্থ, নামি-দামি ক্লাব ও এমনকি ফুটবলের বাইরের অঙ্গনের মানুষজনও জোতা পরিবারের পাশে দাঁড়িয়েছেন এই দুঃসময়ে।

এই তো সেদিনই আমরা জাতীয় দলে একসাথে ছিলাম, সেদিনই তো তোমার বিয়ে হলো।

সামাজিক মাধ্যমে রোনালদো লিখেছেন, 'এটা কোনোভাবেই বিশ্বাস করার মতো নয়। এই তো সেদিনই আমরা জাতীয় দলে একসাথে ছিলাম, সেদিনই তো তোমার বিয়ে হলো। তোমার পরিবার, স্ত্রী ও সন্তানদের প্রতি আমার গভীর সমবেদনা। আমি তাদের জন্য পৃথিবীর সমস্ত শক্তি কামনা করি। আমি জানি, তুমি সবসময় তাদের সঙ্গেই থাকবে। শান্তিতে বিশ্রাম নাও, দিয়োগো ও আন্দ্রে। আমরা সবাই তোমাদের খুব মিস করব।'

স্থানীয় পুলিশের বার্তা অনুযায়ী, জোতা এবং তার ভাই আন্দ্রে একটি ল্যাম্বরগিনি গাড়িতে করে ভ্রমণ করছিলেন। গাড়িটি ওভারটেক করার সময় টায়ার বিস্ফোরণের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে। এরপর গাড়িটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনাটি স্পেনের জামোরার সেরনাদিলায় স্থানীয় সময় রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ঘটে। এতে তাদের মৃত্যু হয়।

Comments

The Daily Star  | English
Can monetary policy rescue the economy?

Can monetary policy rescue the economy?

The question remains whether this policy can rescue the economy from the doldrums and place it firmly on the path of vibrancy.

7h ago