নারী কনস্টেবলকে রড দিয়ে পেটালেন বিএনপি নেতার গাড়িচালক

সাভার থানা। ফাইল ফটো

ঢাকার সাভারে এক নারী কনস্টেবলকে রড দিয়ে পিটিয়ে আহত করেছেন স্থানীয় এক বিএনপি নেতার গাড়িচালক।

আজ রোববার দুপুরে সাভার পৌর এলাকার থানা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সোহেল বাবু সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহর গাড়িচালক বলে জানা গেছে।

আহত নারী কনস্টেবল ইতি খানম গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় কর্মরত আছেন। তিনি সাভার থানা কোয়ার্টারে বসবাস করেন।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযুক্ত গাড়িচালককে আটক করা হয়েছে।

কনস্টেবল ইতি খানম ডেইলি স্টারকে বলেন, 'আজ বিকেল থেকে আমার ডিউটি ছিল। কালিয়াকৈর থানায় যাওয়ার উদ্দেশে আমি সাদা পোশাকে সাভার থানার সামনে থেকে একটি রিকশা নিয়ে থানা বাসস্ট্যান্ডে যাচ্ছিলাম। রিকশা বাসস্ট্যান্ডের কাছাকাছি পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের খুব কাছাকাছি চলে যায়। এতে ক্ষিপ্ত হয়ে ওই গাড়ির চালক উত্তেজিত হয়ে বকাঝকা করতে থাকেন।'

তিনি আরও বলেন, 'আমি ওই গাড়িচালকের আচরণের প্রতিবাদ করি এবং নিজের পরিচয় দেই। পরিচয় দেওয়ার পরপরই গাড়িচালক রড হাতে গাড়ি থেকে নেমে আমাকে বেধড়ক পেটাতে থাকে। রডের আঘাতে আমার দুই পা রক্তাক্ত জখম হয়। পরে লোকজন এগিয়ে এলে তিনি গাড়ি নিয়ে দ্রুত চলে যান।'

পরে তিনি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন এবং সাভার থানায় লিখিত অভিযোগ করেন।

যোগাযোগ করা হলে সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ ডেইলি স্টারকে বলেন, 'ঘটনার সময় আমি গাড়িতে ছিলাম না। জানার পর চালক সোহেলকে ডেকে বকাবকি করেছি। সে আমার চাকরি করতে পারবে না।'

ওসি জুয়েল রানা বলেন, 'নারী কনস্টেবলকে মারধরের ঘটনায় বিএনপি নেতার গাড়িচালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।'

Comments

The Daily Star  | English

Logistics not yet ready for post-LDC graduation needs

Lack of efficient logistics poses threat to Bangladesh's export competitiveness, speakers say

16h ago