মাগুরায় ধর্ষণ: শিশুটির শারীরিক অবস্থা সম্পর্কে যা জানাল আইএসপিআর

মাগুরায় ধর্ষণের শিকার আট বছর বয়সী শিশুটির সবশেষ শারীরিক অবস্থা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আজ সোমবার দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ৮ মার্চ সন্ধ্যা ৬টায় আট বছর বয়সী শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাইফ সাপোর্টে থাকাকালীন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) শিশু আইসিইউতে ভর্তি করানো হয়। ওই সময় শিশুটি সম্পূর্ণ অচেতন অবস্থায় ছিল। তার রক্তচাপ ১২০/৭০ মিলিমিটার (কার্ডিয়াক সাপোর্টসহ), হৃৎস্পন্দন ১১৮/মিনিট, অক্সিজেনের মাত্রা ৯৬ শতাংশ পাওয়া যায়। শিশুটির গলার সামনের দিকে গভীর ক্ষত এবং শরীরের অন্যান্য স্পর্শকাতর স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। রোগীর যথাযথ অবস্থার নিরুপন এবং সঠিক চিকিৎসা প্রদানের নিমিত্তে সিএমএইচ ঢাকার কমান্ড্যান্ট, চিফ সার্জন জেনারেল, শিশু বিভাগের উপদেষ্টা ও বিভাগীয় প্রধান, স্ত্রী ও ধাত্রী বিদ্যা বিভাগের উপদেষ্টা ও বিভাগীয় প্রধান, প্লাস্টিক সার্জারি বিভাগের উপদেষ্টা ও বিভাগীয় প্রধান, শিশু সার্জারি বিভাগের উপদেষ্টা ও বিভাগীয় প্রধান, সিনিয়র অবেদন বিদ্যা বিশেষজ্ঞ, সিনিয়র শিশু নিউরোলজিস্টের সমন্বয়ে উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়।

'মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক সিটি স্ক্যান অব অ্যাবডোমেন, চেস্ট অ্যান্ড ব্রেইন, ইউএসজি অব অ্যাবডোমেন, চেস্ট এক্স-রে এবং রক্তের প্রয়োজনীয় পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষা করে যথাযথ চিকিৎসা শুরু করা হয়। পরীক্ষায় শিশুটির নিউমোথ্রক্স (Pneumothrox—RT), এআরডিএস এবং ডিফিউস সেরেব্রাল ইডিমা (Diffuse Cerebral Edema) ধরা পড়ে এবং একইসঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়। প্রতিদিন স্ট্যান্ডার্ড আইসিইউ প্রটোকল অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা এবং তদানুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে শিশুটি লাইফ সাপোর্টে আছে।'

গত ৫ মার্চ শিশুটি মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

9h ago