ইন্টেলের নতুন সিইও মালয়েশিয় বংশোদ্ভূত লিপ-বু ট্যান

ইন্টেলের নতুন সিইও মালয়েশিয় বংশোদ্ভূত লিপ-বু ট্যান। ছবি: ইন্টেলের ওয়েবসাইট থেকে সংগৃহীত
ইন্টেলের নতুন সিইও মালয়েশিয় বংশোদ্ভূত লিপ-বু ট্যান। ছবি: ইন্টেলের ওয়েবসাইট থেকে সংগৃহীত

বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেলের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন লিপ-বু ট্যান।

গতকাল বুধবার এই তথ্য জানিয়েছে ইন্টেল।

১৮ মার্চ থেকে তার নিয়োগ কার্যকর হবে। তিন মাস আগে ইন্টেল তৎকালীন প্রধান নির্বাহী প্যাট জেলসিঙ্গারকে বরখাস্ত করে। ইন্টেলকে নতুন রূপে উপস্থাপন করার জন্য প্যাট একটি ব্যয়বহুল ও উচ্চাভিলাষী পরিকল্পনা হাতে নিয়েছিলেন। তবে সেই পরিকল্পনার বাস্তবায়নে হিমশিম খান তিনি এবং ইন্টেলের বিনিয়োগকারীদের আস্থা তলানিতে পৌঁছায়। যার ফলে চাকরি হারান তিনি।

মাইক্রোচিপ শিল্প খাতের এক অভিজ্ঞ যোদ্ধা ট্যান ইন্টেলের সাবেক বোর্ড সদস্য ছিলেন। ট্যানের চিপ শিল্পে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি তিনি প্রযুক্তি খাতের বিনিয়োগকারী হিসেবে বেশ কয়েকটি প্রতিশ্রুতিশীল স্টার্টআপ প্রতিষ্ঠানও চালু করেছেন।

প্রধান নির্বাহী পদের জন্য ডিসেম্বরে ইন্টেলের বোর্ড তার সংগে আলোচনা শুরু করে।

ট্যান বুধবার ইন্টেল কর্মীদের উদ্দেশে এক চিঠিতে বলেন

ট্যান বুধবার ইন্টেল কর্মীদের উদ্দেশে এক চিঠিতে বলেন, 'ইন্টেলের অবস্থানকে বিশ্বমানের পণ্য প্রস্তুতকারী কোম্পানি হিসেবে ফিরিয়ে আনতে, নিজেদেরকে বিশ্বমানের ফাউন্ড্রি হিসেবে প্রতিষ্ঠিত করতে এবং আমাদের গ্রাহকদের অভূতপূর্ব আনন্দ দিতে আমরা একসঙ্গে কঠোর পরিশ্রম করব।'

নতুন প্রধান নির্বাহী নিয়োগের খবর আসার পর ইন্টেলের শেয়ারের দাম ১২ শতাংস বেড়ে যায়।

বিশ্লেষকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, এই পদক্ষেপ চিপ নির্মাতা প্রতিষ্ঠানটির স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে বলে তারা মনে করেন।

২০২৪ সালে ইন্টেলের শেয়ার মূল্য ৬০ শতাংশ কমে গিয়েছিল।

মালয়েশিয়ায় জন্ম নিলেও ট্যান (৬৫) বড় হয়েছেন সিঙ্গাপুরে। তিনি পদার্থবিদ্যা, নিউক্লিয়ার প্রকৌশল ও ব্যবসায় প্রশাসনে ডিগ্রি অর্জন করেছেন।

তিনি চিপ ডিজাইন সফটওয়্যার 'ক্যাডেন্স ডিজাইন সিস্টেমস' এর প্রধান নির্বাহী হিসেবে ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এ সময় তার প্রতিষ্ঠান ইন্টেলের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কে জড়ায়।

ট্যান যতদিন দায়িত্বে ছিলেন, ক্যাডেন্সের রাজস্ব ও শেয়ারের মূল্য ঊর্ধ্বগামী ছিল। 

ইন্টেলকে আগের অবস্থানে ফিরিয়ে নেওয়ার কৌশল নির্ধারণের বিবাদে জড়িয়ে ট্যান গত বছর ইন্টেলের বোর্ড থেকে পদত্যাগ করেন।

ইন্টেল জানিয়েছে, ট্যান আবারও বোর্ডে যোগ দেবেন।

Comments

The Daily Star  | English

UK govt unveils 'tighter' immigration plans

People will have to live in the UK for 10 years before qualifying for settlement and citizenship

2h ago