আ. লীগ নেতার বাড়ি থেকে ২৪ ককটেল, ৪ কেজি গান পাউডার উদ্ধার: র‌্যাব

উদ্ধারকৃত ককটেল, গান পাউডার। ছবি: সংগৃহীত

পাবনার সদর উপজেলার মাসিমপুর গ্রামে এক স্থানীয় আওয়ামী লীগ নেতার বাড়িতে অভিযান চালিয়ে ২৪টি ককটেল ও সাড়ে চার কেজি গান পাউডার উদ্ধার করার কথা জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গতকাল বুধবার রাতে এ অভিযান চালানো হয় বলে জানান র‍্যাব-১২ এর পাবনা ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান।

র‌্যাব কমান্ডারের ভাষ্য, স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুস সালাম গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই পলাতক আছেন। অভিযানের সময় তার বাড়িতে কাউকেও পাওয়া যায়নি।

ককটেল ও গান পাউডারের পাশাপাশি ওই বাড়ি থেকে দুটি স্মোক বোমাও উদ্ধার করা হয়েছে বলে জানান ইলিয়াস খান। তিনি বলেন, উদ্ধারকৃত ককটেলগুলো বোম্ব ডিজপোজাল ইউনিটের কাছে আছে। এ ঘটনায় পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Comments

The Daily Star  | English
Prof Yunus in Time magazine's 100 list 2025

Prof Yunus named among Time’s 100 Most Influential People of 2025

A tribute article on Prof Yunus was written by Hillary Clinton for the magazine

3h ago