পঞ্চগড়ে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

Child rape logo
স্টার অনলাইন গ্রাফিক্স

তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চগড়ে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার তাকে পঞ্চগড় পৌরসভা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম (৩০) শিশুটির প্রতিবেশী এবং পেশায় ইজিবাইক চালক।

আজ বৃহস্পতিবার আসামিকে আদালতে হাজির করা হলে অতিরিক্ত প্রধান বিচারিক ম্যাজিস্ট্রেট শফিকুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার নথি থেকে জানা যায়, শিশুটি বাসার সামনে খেলছিল। সেই সময় আসামি শরিফুল শিশুটিকে তার ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে তার মা সেখানে গেলে আসামি পালানোর চেষ্টা করে।

এসময় শিশুটির বাবাসহ অন্যান্যরা তাকে ধরতে গেলে শরিফুল ইট ছুঁড়ে মারলে শিশুটির বাবা আহত হন।

পরে অভিযুক্তকে আটক করে পুলিশ।

ভিকটিম শিশুটির বাবা রাতেই থানায় মামলা করেন।

Comments

The Daily Star  | English

BNP meets CA today to press for election roadmap

At its meeting with the chief adviser, the BNP will demand a specific roadmap to the election.

5h ago