যশোরে বিমান বাহিনীর প্রশিক্ষণ উড়োজাহাজের জরুরি অবতরণ

যশোর
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

যশোরে জরুরি অবতরণের সময় দুর্ঘটনায় পড়েছে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ উড়োজাহাজ।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে যশোর বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর গ্রব-১২০টিপি প্রশিক্ষণ বিমানটি নিয়মিত প্রশিক্ষণ শেষে যশোর বিমানবন্দরে জরুরি অবতরণের সময় দুপুর ১২টা ৫৫ মিনিটে দুর্ঘটনায় পড়ে।

উড়োজাহাজটি বিমান বাহিনীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটি থেকে দুপুর ১২টা ১৮ মিনিটে প্রশিক্ষণের উদ্দেশে উড্ডয়ন করে। 

উড়োজাহাজে থাকা দুই বৈমানিক গ্রুপ ক্যাপ্টেন মোল্লা মোহাম্মদ তহিদুল হাসান ও স্কোয়াড্রন লিডার আহমদ মুসা নিরাপদ ও সুস্থ আছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
 

Comments

The Daily Star  | English

8.8-Magnitude earthquake in Russia's Far East triggers tsunami

Several people were injured, while much of Japan's eastern seaboard was ordered to evacuate.

8m ago