ইউক্রেন যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে পুতিনের 'কৌশলগত' সম্মতি

ইউক্রেন যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবে কৌশলগতভাবে সম্মতি জানিয়েছে রাশিয়া। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে এখন মস্কো সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।
স্থানীয় সময় বৃহস্পতিবার মস্কোয় বেলারুশ নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব সামনে এগিয়ে নিতে হলে বেশ কিছু সুক্ষ্ম ও গুরুতর বিষয়ে সমাধান জরুরি।
প্রথমেই তিনি সংকটের মূল কারণ চিহ্নিত করে তা দূর করা এবং স্থায়ী শান্তির পথে এগোনো যায়—এমন যুদ্ধবিরতি চান বলে জানান।
তার বক্তব্যে আরও বেশ কিছু বিষয় বা শর্ত স্পষ্ট ছিল। এর মধ্যে রয়েছে—যুদ্ধবিরতিতে সেনা সংগ্রহের মাধ্যমে আরও সংঘাতের প্রস্তুতি নেওয়া যাবে না এবং রাশিয়ার দখলে থাকা কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয়দের অনুপ্রবেশ ইস্যু।
অমীমাংসিত বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য প্রয়োজনে সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পরামর্শ দেন পুতিন।
এদিকে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার মস্কো পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলটি রুশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসবে।
যুক্তরাষ্ট্র ও মস্কোর মধ্যে আলোচনা এমন সময়ে হচ্ছে, যখন কুরস্ক অঞ্চলের সুদজ্জা শহর পুনর্দখলে নিয়েছে রুশ বাহিনী। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরই মধ্যে সামরিক পোশাকে ওই এলাকা পরিদর্শন করেছেন এবং সেখানে দ্রুত ইউক্রেনীয় বাহিনীকে পরাজিত করার নির্দেশ দিয়েছেন।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগ মুহূর্তে কুরস্ক অঞ্চলে রাশিয়ার সামরিক সাফল্য ক্রেমলিনের জন্য সুবিধাজনক অবস্থান তৈরি করেছে।
Comments