বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত অধ্যাপক আরেফিন সিদ্দিক

অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে ঢাকার আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে জুমার নামাজের পর ধানমন্ডি ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে আজিমপুর কবস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়। 

এসময় তার পরিবারের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক ভক্ত ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।

এর আগে, রাজধানীর গ্রিন রোডে আরেফিন সিদ্দিকের বাসভবনের পাশে বায়তুল আকসা জামে মসজিদের সামনে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান জানাজায় অংশ নেন।

গতরাতে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

গত ৬ মার্চ দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আরেফিন সিদ্দিককে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে তাকে সেখানেই লাইফ সাপোর্টে রাখা হয়।

তার ছোট ভাই শাকরিন সিদ্দিক সেদিন রাতে দ্য ডেইলি স্টারকে বলেন, 'আরেফিন সিদ্দিক দুপুর সোয়া ২টার দিকে ঢাকা ক্লাবের ভেতরে দাঁড়িয়ে কথা বলার সময় হঠাৎ পড়ে যান। এরপর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।'

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য আবু আহসান মোহাম্মদ শামসুল আরেফিন সিদ্দিক ২০০৯-২০১৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০২০ সালের ১৫ জুলাই তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিযুক্ত হন। তিনি বাংলাদেশ জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সভাপতি ছিলেন।

 

Comments

The Daily Star  | English

Govt publishes gazette of 1,558 injured July fighters

Of them, 210 have been enlisted in the critically injured "B" category, while the rest fall under the "C" category of injured fighters

3h ago