তাসকিনের পেসের ঝাঁজ, মিরাজের স্পিন ঝলক

নামেভারে দুই দলই বেশ শক্তিশালী। আশা করা হচ্ছিলো মৌসুমের প্রথম বড় ম্যাচ হয়ত জম্পেশ লড়াই হবে। কিন্তু লিজেন্ডস অব রূপগঞ্জ দাঁড়াতেই পারল না মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। তাওহিদ হৃদয়ের ব্যাটে পাওয়া মাঝারি পুঁজি নিয়েই রূপগঞ্জকে গুঁড়িয়ে দিয়েছে তারা। বল হাতে মোহামেডানের নায়ক বিশ্রাম কাটিয়ে ফেরা তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।
ঢাকা প্রিমিয়ার লিগে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৯৪ রানে হারিয়েছে মোহামেডান।
আগে ব্যাটিং পেয়ে হৃদয়ের ৭৬ বলে ৬২ রানে ভর করে ২৫৩ রান করে মোহামেডান। ইনিংস বিরতিতে মনে হচ্ছিল এই রান যথেষ্ট না। কিন্তু রূপগঞ্জের ইনিংসের শুরু থেকেই নামা ধস আর সামলানো যায়নি। ৫১ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। পরে শেখ মেহেদী ৪৩ ও জাকের আলি অনিক ২৫ করে কিছুটা প্রতিরোধ গড়েন। যদিও জয়ের আশা জাগাতে পারেননি।
এবার প্রিমিয়ার লিগে প্রথমবার নেমে তাসকিন ৩৩ রানে নেন ৩ উইকেট। ৩৮ রানে ৪ উইকেট পান মিরাজ।
চারশোর পর একশো করতেও ভুগছে প্রাইম
বিকেএসপির তিন নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে ৯৪ রানে হেরেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এবার লিগে এক ম্যাচে ৪২২ রান করে রেকর্ড গড়েছিলো প্রাইম ব্যাংক। এরপর খুঁজেও মিলছে না তাদের। পরের দুই ম্যাচে ১৫২ ও ৮৯ রানে অলআউট হলো তারা।
আজ গাজী করেছিলো কেবল ১৮৩ রান, ওই রান টপকাতে গিয়ে মাত্র ৮৯ রানে গুটিয়ে যায় নাঈম শেখ, জাকির হাসানদের দলটি।
বিকেএসির চার নম্বর মাঠে মুমিনুল হকের ৭৪ বলে ৯২, মোহাম্মদ মিঠুনের ৮৬ বলে ৭১ রানে ভর করে ব্রাদার্সের বিপক্ষে ৩১০ রান করে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। বড় পুঁজি নিয়ে তারা আছে অনায়াসের জয়ের পথে।
Comments