শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে বরিশালে যুবককে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি

বরিশাল শহরে এলাকাবাসীর পিটুনিতে আহত মো. সুজন (২৪) নামে এক যুবক মারা গেছেন।

আজ শনিবার রাত ৮টার দিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।

এর আগে বরিশাল মহানগর এলাকার ধান গবেষণা কলোনিতে বিক্ষুব্ধ জনতা তাকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

সুজনের বিরুদ্ধে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ রয়েছে।

বরিশাল কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম বলেন, 'গণপিটুনিতে ওই যুবক গুরুতর আহত হয়েছিলেন। এরপর স্থানীয় জনতা তাকে পুলিশের হাতে তুলে দেয়। সন্ধ্যায় সোয়া ৬টায় পুলিশ তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।'

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'শিশুটির মা গতকাল থানায় ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা করেছেন। আজ সন্ধ্যার পর এলাকায় পেয়ে ওই শিশুর পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা তাকে বেদম মারধর করে। পরে হাসপাতালে ওই যুবক মারা যায়।'

Comments

The Daily Star  | English

The end of exemption?

TRIPS waiver end poses dual challenge: legal and technological

19h ago