ধানখেতে সেচ দেওয়া নিয়ে সংঘর্ষে নারী নিহত

স্টার অনলাইন গ্রাফিক্স

গোপালগঞ্জের কাশিয়ানীতে ধানখেতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের শিলা বেগম (৩৫) ওই গ্রামের কাওছার মোল্যার স্ত্রী।

আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, গতকাল সকালে বোরো ধানখেতে সেচ দেওয়া নিয়ে কাওছার মোল্যার সঙ্গে জমির মালিক রবি মোল্যার কথা কাটাকাটি হয়। এরই জের ধরে রাতে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এসময় রবি মোল্যার লোকজন শিলা ও তার ছেলে লিমন, দেবরের স্ত্রী মারুফা খানম এবং ননদের স্বামী আজিম খানকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক গৃহবধূ শিলা বেগমকে মৃত ঘোষণা করেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Comments

The Daily Star  | English

'Election Commission shamelessly favouring a particular party'

Hasnat Abdullah says police obstructed NCP leaders and activists from entering EC building

1h ago