পুনেতে বাণিজ্যিক ভবন তৈরি করবে ট্রাম্প অর্গানাইজেশন

ডোনাল্ড ট্রাম্পের পরিবারের অন্যান্য সদস্যরা এই ব্যবসা পরিচালনা করেন। ছবি: সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্পের পরিবারের অন্যান্য সদস্যরা এই ব্যবসা পরিচালনা করেন। ছবি: সংগৃহীত

স্থানীয় অংশীদারদের নিয়ে ভারতে নতুন একটি বহুতলবিশিষ্ট বাণিজ্যিক ভবন বা টাওয়ার নির্মাণের ঘোষণা দিয়েছে দ্য ট্রাম্প অরগানাইজেশ্যান।

আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে এএফপি।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সদস্যদের ব্যবস্থাপনায় পরিচালিত ওই ব্যবসা প্রতিষ্ঠানটি বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের বাণিজ্যিক আবাসন খাতে প্রবেশের চেষ্টা চালাচ্ছে।

ইতোমধ্যে ট্রাম্পের ব্র্যান্ডযুক্ত চারটি আবাসিক কমপ্লেক্স রয়েছে ভারতে। যার ফলে, ট্রাম্পের পরিবারের এই ব্যবসায় আমেরিকার পর ভারতই সবচেয়ে বড় বাজার হিসেবে বিবেচিত।

ভারতীয় অংশীদার ত্রিবেকা ডেভেলপারস বুধবার পশ্চিমের পুনে শহরে 'ট্রাম্প ওয়ার্ল্ড সেন্টার' নামে একটি নতুন আবাসন প্রকল্প শুরুর ঘোষণা দিয়েছে। তাদের সঙ্গে অপর স্থানীয় অংশীদার হিসেবে থাকছে আবাসন খাতের প্রতিষ্ঠান কুন্দন স্পেসেস।

এই প্রকল্প থেকে বছরে প্রায় ২৯০ মিলিয়ন মার্কিন ডলার আয়ের বিষয়ে সংশ্লিষ্টরা আশাবাদ প্রকাশ করেছেন।

এক বিবৃতিতে জানানো হয়, এটি ১৬ লাখ বর্গফুট জায়গার ওপর নির্মাণ করা হবে। এতে দুইটি কাঁচের তৈরি টাওয়ার ও অফিসের জন্য ২৭ তলা জায়গা থাকবে।

'এই নতুন প্রকল্প ভারতে ট্রাম্প অরগানাইজেশ্যানের প্রথম বাণিজ্যিক আবাসন উদ্যোগ', বিবৃতিতে আরও বলা হয়।

ছেলেদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ছেলেদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ট্রাম্প অরগানাইজেশ্যানের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও মার্কিন প্রেসিডেন্টের দ্বিতীয় পুত্র সন্তান বলেন এরিক ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ভারত 'অসামান্য পর্যায়ের উৎসাহ দেখিয়ে ট্রাম্প ব্র্যান্ডকে স্বাগত জানিয়েছে'।

তিনি জানান, 'এর আগে বেশ কয়েকটি উচ্চ মানের আবাসন প্রকল্পের সফল বাস্তবায়নের পর এবার আমরা গর্বের সঙ্গে ভারতে আমাদের প্রথম বাণিজ্যিক প্রকল্পের কাজ শুরু করতে যাচ্ছি।'

মার্কিন প্রেসিডেন্ট নিজে ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার সঙ্গে জড়িত নন। তবে ট্রাম্প অরজানাইজেশ্যানের দেশের বাইরের ব্যবসায়িক কার্যক্রম নিয়ে বিতর্ক রয়েছে।

২০১৮ সালে ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ভারত সফর করেন।

২০২৪ সাল থেকে বাণিজ্যিক আবাসন খাতে, বিশেষত অফিসের জন্য জায়গা ভাড়া ও ইজারা দেওয়ার ক্ষেত্রে বড় আকারে প্রবৃদ্ধি দেখেছে ভারত। দেশটির শীর্ষ সাত শহরে এর আগের বছরের তুলনায় এই খাতের প্রবৃদ্ধি ২৩ শতাংশ। 

Comments

The Daily Star  | English

EC unveils roadmap for 13th national polls

Delimitation, voter list and party registration among 24 key tasks ahead of February 2026 vote

45m ago