ভিনিসিয়ুসকে মাঠ ছাড়ার জন্য তাগাদা কেন দিচ্ছিলেন রাফিনিয়া?

ম্যাচের ৯৯তম মিনিটে জয়সূচক দুর্দান্ত গোল এলো ভিনিসিয়ুস জুনিয়রের পা থেকে। এর মিনিট তিনেকের মধ্যে তাকে উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। তারপর দেখা গেল, রিয়াল মাদ্রিদ উইঙ্গার ভিনিসিয়ুসকে মাঠ ছাড়ার জন্য তাগাদা দিচ্ছেন রাফিনিয়া। কিন্তু কেন?
মাঠের ভেতরে নিজের অবস্থান থেকে যেদিক দিয়ে সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করে মাঠ ছাড়া যায়, বদলি হলে সেখান দিয়েই বাইরে যেতে হয় ফুটবলারদের। নিরাপত্তা শঙ্কা বা চোটজাতীয় কোনো কিছু না ঘটলে এই নিয়ম মেনে চলতে হয়। এটা অমান্য করলে রেফারির তরফ থেকে কার্ড দেখার মতো শাস্তি জুটতে পারে কপালে। তাই শুক্রবার ব্রাসিলিয়ায় কলম্বিয়ার বিপক্ষে ভিনিসিয়ুসকে দ্রুত মাঠ থেকে বের হওয়ার জন্য কড়াভাবে বলতে থাকেন রাফিনিয়া। একবার বার্সেলোনা উইঙ্গার তো ঠেলেই জাতীয় দলের সতীর্থকে দেখিয়ে দেন মাঠ ছাড়ার সংক্ষিপ্ততম পথ।
আরও খোলাসা করা যাক রাফিনিয়ার ওই আচরণ। ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ আগামী ২৬ মার্চ। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে বুয়েন্স এইরেসে খেলতে নামবে ব্রাজিল। কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখলে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেতেন ভিনিসিয়ুস। সেক্ষেত্রে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপরীতে দলের সবচেয়ে বড় অস্ত্রকে ছাড়াই খেলতে হতো সেলেসাওদের। তেমন অপ্রত্যাশিত কিছু না ঘটা নিশ্চিত করতেই বাড়তি সতর্কতা দেখান রাফিনিয়া। তিনি সমর্থন পান উলভস মিডফিল্ডার মাথেয়াস কুনিয়ার কাছ থেকেও।
Raphinha dit à Vinicius d'arrêter de parler avec l'arbitre et de sortir du terrain. pic.twitter.com/oEyCmtPq9n
— Barça News (@BarcaNewsFRA) March 21, 2025
বাছাইয়ে দুটি হলুদ কার্ড দেখলে দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ার পরবর্তী ম্যাচে নিষিদ্ধ থাকতে হয় ফুটবলারদের। ২৪ বছর বয়সী ভিনিসিয়ুস এর আগে একটি হলুদ কার্ড দেখেছেন। গত বছরের সেপ্টেম্বরে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে। সেদিন প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে হেরে গিয়েছিল ব্রাজিল। চলমান বাছাইপর্বে এরপর থেকে টানা পাঁচ ম্যাচ অপরাজিত রয়েছে তারা।
১১২তম মিনিটে লিও অরতিজের জন্য বদলি হন ভিনিসিয়ুস। সেসময় রাফিনিয়ার কাছে শোনা বকুনি নিয়ে ম্যাচের পর গণমাধ্যমকে তিনি বলেন, 'হলুদ কার্ড একবার দেখেছি আগে। বিশ্বকাপ বাছাইপর্বের খেলা সব সময়ই জটিল। দুটি কার্ড দেখলেই নিষিদ্ধ থাকতে হয় (এক ম্যাচের জন্য)। পরের ম্যাচে (আর্জেন্টিনার বিপক্ষে বেঞ্চে) বসে থাকা যাবে না।'
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ভিনিসিয়ুসের দূরপাল্লার লক্ষ্যভেদে এদিন নাটকীয় জয় পেয়েছে ব্রাজিল। ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে তারা জিতেছে ২-১ গোলে। প্রথমার্ধের ষষ্ঠ মিনিটে রাফিনিয়ার সফল পেনাল্টিতে এগিয়ে যায় স্বাগতিকরা। স্পট-কিকটি আদায় করেছিলেন ভিনিসিয়ুস। বিরতির চার মিনিট আগে সফরকারীদের সমতায় ফেরান লিভারপুল ফরোয়ার্ড লুইস দিয়াজ। এরপর কোনো দলই তেমন সুবিধা করতে পারছিল না। তবে একদম অন্তিম মুহূর্তে জ্বলে উঠে লড়াইয়ে ব্যবধান গড়ে দেন ভিনিসিয়ুস। তাকে বলের যোগান দিয়েছিলেন রাফিনিয়া।
Comments