প্রিমিয়ার লিগে ফের নাঈম-সোহানের সেঞ্চুরি

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এবার সময়টা বেশ ভালো কাটছে মোহাম্মদ নাঈম শেখের। আরও একটি ঝড়ো সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ওপেনার। তাতে দলও পেয়েছে সহজ জয়। তার সঙ্গে দারুণ কাটছে নুরুল হাসান সোহানেরও। তিনিও পেয়েছেন লিগে দ্বিতীয় সেঞ্চুরি। যদিও এদিন ম্যাচ জেতাতে পারেননি তিনি।
শুক্রবার বিকেএসপির তিন নম্বর স্টেডিয়ামে শাইন পুকুর ক্রিকেট ক্লাবকে ৯ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তবে সহজ জয়ের ভিতটা গড়ে দেন প্রাইম ব্যাংকের বোলাররাই। নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১৫৯ রানে গুটিয়ে দেন তাদের। যেখানে শফিকুল ইসলাম ও নাজমুল অপু পেয়েছেন তিনটি করে উইকেট। দুটি শিকার রিশাদ হোসেনের।
সাদামাটা লক্ষ্য তাড়ায় শুরু থেকেই এক প্রান্তে ঝড় তোলেন নাঈম। আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ৬৪ বলে খেলেন ১০৪ রানের হার না মানা এক ইনিংস। যেখানে ১১টি চার ও ৫টি ছক্কা মেরেছেন এই ওপেনার। আরেক ওপেনার ৪৮ বলে করেন ৪৭ রান।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অপর ম্যাচে ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে ২৩ রানে হারিয়েছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাওহিদ হৃদয়ের ফিফটির (৪৭ বলে ৫৩) সঙ্গে মাহিদুল ইসলাম অঙ্কনের ৪৪ ও রনি তালুকদারের ৩৯ রানে ভর করে ৬ উইকেটে ২১৬ রান করে মোহামেডান।
জবাবে ধানমন্ডির হয়ে একাই লড়াই করেন সোহান। এক প্রান্তে ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে খেলেন ১০০ রানের ইনিংস। শেষ ব্যাটার হিসেবে আউট হন তিনি। ৯৩ বলের ইনিংসটি সাজান ১০টি চার ও ৩টি ছক্কায়। হাবিবুর রহমান করেন ৩১ রান। মোহামেডানের হয়ে ৩টি উইকেট নেন সাইফউদ্দিন। ২টি করে উইকেট পান তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম।
বিকেএসপিতে অপর ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ২ উইকেটে হারিয়েছে আবাহনী লিমিটেড। এনামুল হক বিজয়ের ৬৮ রান ও ওয়াসি সিদ্দিকির ৪২ রানে ৩৫.১ ওভারে ১৯৯ রানে গুটিয়ে যায় গাজী গ্রুপ। লক্ষ্য তাড়ায় নেমে মোহাম্মদ মিঠুনের ৭৬ রানের সুবাদে ২ উইকেটের জয় পায় আবাহনী।
Comments