উরুগুয়েকে হারিয়ে স্কালোনি বললেন, 'দলটাই আসল, নাম নয়'

লিওনেল মেসি, পাওলো দিবালা ও লাউতারো মার্তিনেজ ছিটকে গেছেন আগেই। চোটের কারণে খেলতে পারলেন না রদ্রিগো দি পলও। কিন্তু তারপরও উরুগুয়ের বিপক্ষে স্বস্তির জয়ে ২০২৬ বিশ্বকাপে এক পা দিয়ে রাখল আর্জেন্টিনা। দলগত প্রচেষ্টায় দলের এমন জয়ে দারুণ উচ্ছ্বসিত প্রধান কোচ লিওনেল স্কালোনি।
মন্তেভিদিওতে বাংলাদেশ সময় শনিবার সকালে উরুগুয়েকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে দলের হয়ে জয়সূচক গোলটি করেন মেসির জায়গায় খেলতে নামা থিয়াগো আলমাদা।
কঠিন ম্যাচের প্রতিটি মুহূর্ত সঠিকভাবে খেলার গুরুত্ব ব্যাখ্যা করে কোচ বললেন, 'আমি কেন সন্তুষ্ট হব না? শুধু জয়ের জন্য নয়, বরং তারা যেভাবে নিজেদের উজাড় করে দিয়েছে তার জন্য। এই মাঠে প্রতিপক্ষের চাপ সামলাতে না পারলে জেতা কঠিন। যখন গোল করতে হয়, তখন করতে হয়, আর যখন খেলা ধরে রাখতে হয়, তখন সেটা করতে হয়। সম্পূর্ণ খেলা উপহার দেওয়াটা সবচেয়ে বড় তৃপ্তি।'
'জাতীয় দল মানে পুরো একটি দল, এখানে একজন অনুপস্থিত থাকলেও অন্য কেউ দায়িত্ব নেয়। আজ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় না থাকলেও আমরা আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছি। পারফরম্যান্স ভিন্ন হতে পারে, কিন্তু দল আছে, নামের ওপরে গিয়েও,' যোগ করেন এই আর্জেন্টাইন কোচ।
তবে ম্যাচের প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবলই খেলেছে আর্জেন্টিনা। সেই ব্যাখ্যা করে বলেন, 'প্রথমার্ধে খেলা সমানে-সমান ছিল, বরং ওরা ডান দিক দিয়ে কিছুটা আধিপত্য বিস্তার করেছিল। কয়েকটি সুযোগ তৈরি করেছিল, আমরাও কিছু হারিয়েছি। দ্বিতীয়ার্ধে আমরা সেটা শুধরে নিয়েছি এবং খেলার ধরণ বদলেছে। বিরতিতে ভুলগুলো শুধরে নেওয়ার এবং ইতিবাচক দিকগুলো আরও ভালো করার সুযোগ থাকে।'
কিভাবে বিরতিতে কৌশল বদলেছিলেন তার ব্যাখ্যা দিয়ে বলেন, 'ওলিভেরার দিকে একটু বেশি এগিয়ে আসে জুলিয়ানো (সিমিওনে) এবং আরাহোর দিকে নাহুয়েল (মোলিনা) ঝুঁকাতেই দলের পারফরম্যান্স ভালো হয়। খেলায় এমন মুহূর্ত আসে যখন প্রতিপক্ষের চাপ সামলাতে হয়, তখন ধৈর্য ধরে থাকতে হয়। দল জানত কখন সুযোগ কাজে লাগাতে হবে।'
'সব সময় আমরাই যে আধিপত্য বিস্তার করি, তা নয়। কখনো কখনো প্রতিপক্ষের খেলায় বাধ্য হয়ে আমাদের খেলা বদলাতে হয়। উরুগুয়ে প্রথম ২০-২৫ মিনিট দারুণ খেলেছে, আমরা ভুগেছি, তবে পরিস্থিতি সামলেছি। দ্বিতীয়ার্ধে আমরা ম্যাচ নিয়ন্ত্রণে নিয়েছি এবং খেলা বদলে গেছে। ফুটবল মুহূর্তের খেলা, এবং কষ্ট সহ্য করার মানসিকতা থাকতে হয়,' যোগ করেন এই কোচ।
ব্রাজিলের বিপক্ষে পরবর্তী ম্যাচ সম্পর্কে স্কালোনি বলেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খেলোয়াড়রা। তারা থাকলে আমরা আমাদের খেলার ধরন বজায় রাখতে পারব। শেষ মুহূর্তে রক্ষণাত্মক খেলতে হলেও খেলব। দেখা যাক সামনে কী হয়।'
Comments