দুর্নীতির অভিযোগে এরদোয়ানের মূল প্রতিদ্বন্দ্বী কারাগারে, বিক্ষোভে উত্তাল তুরস্ক

ইস্তাম্বুলের মেয়র ইমামোগলুকে আটকের প্রতিবাদে বিক্ষোভ। ছবি: এএফপি
ইস্তাম্বুলের মেয়র ইমামোগলুকে আটকের প্রতিবাদে বিক্ষোভ। ছবি: এএফপি

ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে অবশেষে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে তুরস্কের এক আদালত। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পথে নেমেছেন তুরস্কের হাজারো নাগরিক।

আজ রোববার বার্তা সংস্থা রয়টার্স ও যুক্তরাজ্যের গণমাধ্যম গার্ডিয়ান এই তথ্য জানিয়েছে।

ইমামোগলুকে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত এমন সময় এলো যখন তাকে আটকের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে যাচ্ছে দেশটির প্রধান বিরোধী দল, ইউরোপের বিভিন্ন দেশের নেতা ও হাজারো বিক্ষোভকারী। তাদের মতে, এটি একটি রাজনৈতিক ও অগণতান্ত্রিক পদক্ষেপ। 

রোববার তুরস্কের একটি আদালত দুর্নীতির অভিযোগে তাকে কারাগারে পাঠিয়েছে। তবে তার বিরুদ্ধে আনা এই অভিযোগের তদন্ত ও বিচারিক প্রক্রিয়া এখনো শুরু হয়নি।

চার দিন আগে আটক হন ইমামোগলু।

আটক হওয়ার দিনটিতে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে তুরস্কের জনপ্রিয় এই নেতার দলীয় মনোনয়ন পাওয়ার কথা ছিল।

ইমামোগলুকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বিবেচনা করা হয়। তার বিরুদ্ধে দুর্নীতি, জঙ্গি সংগঠনের নেতৃত্ব দেওয়া, ঘুষ, অসদাচরণসহ বেশ কিছু অভিযোগ আনা হয়েছে।

এছাড়াও ইস্তাম্বুলের মেয়র ইমামোগলুর বিরুদ্ধে গত বছরের স্থানীয় নির্বাচনের আগে বামপন্থি রাজনৈতিক জোটকে সহযোগিতারও অভিযোগ তোলা হয়েছে।

তুরস্কের ইস্তাম্বুলের মেয়রসহ আরও চারজনের বিরুদ্ধে আলাদাভাবে মামলা করা হয়েছে। তবে নিজের বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেছেন একরেম ইমামোগলু।

জিজ্ঞাসাবাদকালে তিনি বলেন, তাকে আটকের এই ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তুরস্কের ভাবমূর্তি কেবল ক্ষতিগ্রস্ত হবে না, দেশের অর্থনীতি ও বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে।

'গণতন্ত্রের একজন সুরক্ষাকারী ও জনগণের ক্ষমতায় বিশ্বাসী হিসেবে আমি মনে করি, সত্যের বিজয় হবে,' বলেন তিনি।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তার মুখপাত্র মুরাত অনগুন বলেন, 'এমন এক অপবাদে আমাকে আটক করা হয়েছে, যার সপক্ষে ন্যূনতম কোনো প্রমাণ নেই।'

এদিকে এরদোয়ানের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নেওয়া ৩৪৩ জনকে আটক করা হয়েছে।

ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলু। ছবি: এএফপি
ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলু। ছবি: এএফপি

চারদিন আগে দেশটির জনপ্রিয় রাজনীতিবিদ ও রাজধানী ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগুলুকে আটকের পর শুরু হয়েছে এই বিক্ষোভ।

শুক্রবার রাতে দেওয়া ভাষণে বিক্ষোভের নিন্দা জানিয়ে এরদোয়ান বলেন, 'রাস্তার সন্ত্রাস কিংবা ধ্বংসের উন্মাদনার কাছে তার সরকার আত্মসমর্পণ করবে না। জনশৃঙ্খলা ব্যাহত হয়, এমন কিছু মেনে নেওয়া হবে না।'

এরদোগানের সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বীদের একজন একরেম ইমামোগলু ধর্মনিরপেক্ষতাবাদী রাজনৈতিক দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা। তিনি ছাড়া আরও শতাধিক রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Comments

The Daily Star  | English
trump zelenskiy meeting in washington

Trump tells Ukraine to give up on NATO and Crimea ahead of Zelensky meeting

Trump will meet first Zelensky and then the leaders of Britain, Germany, France, Italy, Finland, the European Union and NATO, the White House says

2h ago