তামিমের জন্য আপনার দোয়াই হবে আমার জন্মদিনের সেরা উপহার: সাকিব

বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের আজ (সোমবার) ৩৮তম জন্মদিন। কিন্তু তার মন ভালো নেই। কারণ, জাতীয় দলের সাবেক ওপেনার তামিম ইকবাল এদিন সকালে হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি আছেন। বন্ধু ও সতীর্থ তামিমের দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন সাকিব।
বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন মোহামেডানের অধিনায়ক তামিম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে সাভারের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয় তাকে। তার সফল অস্ত্রোপচার সম্পন্ন করেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মনিরুজ্জামান মারুফ। তামিম বর্তমানে ওই হাসপাতালের সিসিইউতে আছেন। বিকালে তিনি জ্ঞান ফিরে পেয়েছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। তার শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হলেও পরবর্তী ৪৮ ঘন্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন।
রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের স্বীকৃত পেজে তামিমের দ্রুত মাঠে ফিরে আসার চাওয়া জানিয়েছেন সাকিব। সবার কাছে দোয়া চেয়ে তিনি লিখেছেন, 'আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই। কারণ, আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে। আর সব সময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক।
তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।
তামিমের জন্য আপনার দোয়াই হবে আমার জন্মদিনের সেরা উপহার। দোয়া করবেন— আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে!'
Comments