পিএসএল ও আইপিএলে ফেরার ম্যাচে বিবর্ণ সাকিব-মোস্তাফিজ

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজ নিজ দলের হয়ে খেলতে নেমে আবারও করলেন বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। গতকালের ম্যাচগুলোতে তাদের কেউই উল্লেখযোগ্য পারফর্ম্যান্স দেখাতে পারেননি।
১৬৯ দিন পর পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে নামেন সাকিব। তবে ব্যাট হাতে তিনি ফেরেন প্রথম বলে। বল হাতেও সাকিব ছিলেন নিষ্প্রভ। ২ ওভারে ১৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। সাকিব ব্যাটে-বলে হতাশ করলেও তার দল কিন্তু জিতেছে। বৃষ্টিতে ১৩ ওভারে নেমে আসা ম্যাচ লাহোর জিতেছে ২৬ রানে। আগে ব্যাট করে ১৪৯ রান করে লাহোর। পেশোয়ার জালমি জবাব দিতে নেমে আটকে যায় ১২৩ রানে।
অন্যদিকে, শনিবার রাতে শারজায় বাংলাদেশের জার্সিতে খেলে আসা মোস্তাফিজ পরদিনই দিল্লিতে দিল্লি ক্যাপিটালসের হয়ে নামেন গুজরাট টাইটান্সের বিপক্ষে। প্রত্যাশা ছিল, এই বাঁহাতি পেসার দলের বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন। প্রথম দুই ওভারে জুতসই বলও করেন তিনি। পরে খরুচে হয়ে যায় তার ফিগার। আগে ব্যাট করে লোকেশ রাহুলের সেঞ্চুরিতে দিল্লি করেছিলো ১৯৯ রান। কোন উইকেট না হারিয়ে ওই রান তুলে নেয় গুজরাট। মোস্তাফিজ তিন ওভার হাত ঘুরিয়ে দেন ২৪ রান।
আইপিএলে ২৪ মে পর্যন্ত এনওসি আছে মোস্তাফিজের। দিল্লির হয়ে লিগ পর্বের বাকি দুই ম্যাচেও থাকছেন তিনি। সাকিব লাহোরের বাকি অংশের পথচলায় থাকছেন পুরোটাই।
Comments