বকেয়া বেতন ও বোনাস দাবি

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, মালিকপক্ষের আশ্বাসে ১১ ঘণ্টা পর সড়ক ছাড়লেন

ছবিটি সোমবার ফ্রিপোর্ট মোড় থেকে তোলা | ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবিতে বিক্ষোভ শুরুর ১১ ঘণ্টা পর সড়ক ছেড়েছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।

মালিকপক্ষের আশ্বাসে সোমবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে তারা ঘরে ফিরে যান।

এর আগে দুপুর ১২টার দিকে চট্টগ্রামের ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) ফ্রিপোর্ট মোড়ে সড়ক সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করেন।

এতে আগ্রাবাদ-পতেঙ্গা সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পুলিশ জানিয়েছে, কাজের অভাব এবং ব্যাংকিং জটিলতার কারণে গত ৪ মার্চ জেএমএস গ্রুপের মালিকানাধীন জেএমএস গার্মেন্টস কারখানা লে-অফ ঘোষণা করে কর্তৃপক্ষ। বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ এর ১৫ ধারা অনুযায়ী ২০ ও ২৩ মার্চ শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাস পাওয়ার কথা ছিল। কিন্তু কেউ তাদের পাওনা বুঝে পাননি।

গত শনিবার কর্তৃপক্ষ ঘোষণা করে ২৫ মার্চ মজুরি দেওয়া হবে; তবে শ্রমিকরা সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন এবং কারখানার সামনে বিক্ষোভ করে।

এর পরিপ্রেক্ষিতে সোমবার শ্রমিকরা সড়ক অবরোধ করেন।

প্রশাসন, বেপজা (বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ) এবং কারখানা মালিকদের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়, মঙ্গলবারের মধ্যে বেতন পরিশোধ করা হবে। তবে জেএমএস গার্মেন্টসের শ্রমিকরা প্রতিশ্রুতি মানতে অস্বীকৃতি জানান।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (বন্দর) মো. বদরুল আলম মোল্লা দ্য ডেইলি স্টারকে জানান, শ্রমিকরা লিখিত আশ্বাস চাচ্ছিলেন যে, কবে-কখন তাদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করা হবে।

'সকাল থেকেই আমরা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছিলাম। মালিকপক্ষ লিখিত প্রতিশ্রুতি দিয়েছে, মঙ্গলবার শ্রমিকদের পাওনা পরিশোধ করবে। আমরা পড়ে শোনানোর পর রাত সোয়া ১১টার দিকে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে সড়ক ছেড়ে দিয়েছেন,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

BNP shutting down Nagar Bhaban to realise demands by force: Asif Mahmud

Supporters of Ishraque today announced they would continue their sit-in tomorrow from 10:00am to 5:00pm

Now