হামজার অভিষেক, একাদশে নেই জামাল, অধিনায়ক তপু

ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচের জন্য এক ঘণ্টা আগে শুরুর একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ দল। অনুমিতভাবেই সেখানে আছেন শেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডার হামজা চৌধুরী। এই ম্যাচ দিয়ে লাল-সবুজ জার্সিতে অভিষেক হবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন এই তারকা ডিফেন্সিভ মিডফিল্ডারের।

মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। বাছাইয়ের তৃতীয় রাউন্ডের 'সি' গ্রুপের ম্যাচটির ভেন্যু শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়াম।

বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা একাদশ সাজিয়েছেন ৪-২-৩-১ ফরমেশনে। তবে ইংল্যান্ড প্রবাসী হামজা থাকলেও নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়ার জায়গা হয়নি। ডেনমার্ক প্রবাসী এই মিডফিল্ডারকে রাখা হয়েছে বেঞ্চে। তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন ডিফেন্ডার তপু বর্মণ।

প্রত্যাশিতভাবে স্বাগতিক ভারতের শুরুর একাদশে আছেন অবসর ভেঙে ফেরা সুনীল ছেত্রী। কিংবদন্তি এই স্ট্রাইকার দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। তার নামের পাশে রয়েছে ৯৫ গোল। ফেরার ম্যাচে গত সপ্তাহে মালদ্বীপের বিপক্ষেও জাল কাঁপান তিনি।

প্রায় চার বছর পর ফুটবল মাঠে সাক্ষাৎ হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের। ২০২১ সালের অক্টোবরে মালদ্বীপে হওয়া সাফ চ্যাম্পিয়নশিপের লিগ পর্বের ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল দুই দল।

বাংলাদেশ একাদশ: মিতুল মারমা (গোলরক্ষক), সাদ উদ্দিন, তপু বর্মণ (অধিনায়ক), তারিক কাজী, মোহাম্মদ শাকিল তপু, মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, শাহরিয়ার ইমন, শেখ মোরসালিন, মজিবুর রহমান জনি, রাকিব হোসেন।

ভারত একাদশ: বিশাল কাইথ (গোলরক্ষক), রাহুল ভেকে, শুভাশীষ বোস, সন্দেশ ঝিংগান (অধিনায়ক), লিস্টন কোলাচো, ফারুখ চৌধুরী, উদন্ত সিং, সুনীল ছেত্রী, আয়ুশ ছেত্রী, অপুইয়া, বরিস সিং।

Comments

The Daily Star  | English

Gunfight on Meghna: ‘Robbers’ attack new police camp in Munshiganj

Police suspect arms used in attack were stolen from other police stations last year

1h ago