লাকী আখান্দের সুরে ফেরদৌস ওয়াহিদের দেশের গান

লাকী আখান্দ ও ফেরদৌস ওয়াহিদ। ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রয়াত কিংবদন্তী শিল্পী ও সুরকার লাকী আখান্দের সুরে দেশের গান গেয়েছেন আরেক কিংবদন্তী কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ।

'দেখেছি সে তোমাকে' শিরোনামে গানটি লিখেছেন গোলাম মোর্শেদ, সঙ্গীতায়োজন করেছেন মানাম আহমেদ। গানটিতে ফেরদৌস ওয়াহিদের সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন সাঈদা শম্পা।

'গান জানালা' ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।

গীতিকার গোলাম মোর্শেদ বলেন, 'সেই ব্রিটিশ শাসনামল থেকে বাংলাদেশের স্বাধীনতা পর্যন্ত বাঙালি সত্ত্বা প্রতিষ্ঠার আন্দোলনে কেবলমাত্র বাংলাকে ভালোবেসে জীবনকে উৎসর্গ করেছেন যারা, তাদের নিয়ে এই গান।'

ফেরদৌস ওয়াহিদ বলেন, 'যখন শুনেছি গানটি লাকী আখন্দের সুর করা, তখন আর না করতে পারিনি। গানটির কথা ও সুর শুনে মুগ্ধ হয়েছি।'

তিনি বলেন, 'অনেকেই হয়তো জানে না, আমার কালজয়ী গান "আগে যদি জানতাম, মন ফিরে চাইতাম" গানটিও লাকী আখন্দের সুর করা।'

Comments

The Daily Star  | English

Students, teachers declare 'shutdown' at JnU

JnU students have continued their blockade at the capital's Kakrail intersection for the second consecutive day

1h ago