শুটিংয়ের আগে টানা একমাস রিহার্সাল করেছি: তমা মীর্জা

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় মুখ তমা মীর্জা। 'নদীজন' সিনেমায় অভিনয় করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ওটিটি ও চলচ্চিত্র—দুই মাধ্যমেই সফলতা পেয়েছেন। সম্প্রতি তার অভিনীত 'আমলনামা' ওয়েব ফিল্ম বেশ আলোচিত হয়েছে। ঈদে মুক্তি পাচ্ছে 'দাগি'। ইতোমধ্যে 'দাগি' সেন্সর সার্টিফিকেট পেয়েছে।
'দাগি' সিনেমার প্রচারের জন্য অন্যরকম ব্যস্ত সময় পার করছেন তমা মীর্জা। কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।
তমা মীর্জা বলেন, সেন্সর পাওয়া মানে 'দাগি' ঈদে আসছে। দর্শকদের জন্যই সিনেমা। কাজেই ঈদে প্রেক্ষাগৃহে আসছে। আমরা প্রস্তুত। সেন্সর হওয়ার খবরে খুব ভালো লাগছে। একটি সিনেমা নির্মাণ করা হয় দর্শকদের জন্য। এবার দর্শকরা দেখতে পারবেন।
'দাগি' সিনেমার জন্য কতটা পরিশ্রম কিংবা কষ্ট করতে হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, একজন শিল্পীকে একটি চরিত্রের সঙ্গে মিশতে হয়। চরিত্রের জন্য প্রস্তুতি নিতে হয়। তারপর ক্যামেরার সামনে দাঁড়াতে হয়। আমিও তাই করেছি। আমাকে দুই রকমভাবে পর্দায় দেখা যাবে। তার জন্য পরিশ্রম বেশি করতে হয়েছে।
'দাগি'র গান মুক্তি পেয়েছে সম্প্রতি। এই বিষয়ে তমা মীর্জা বলেন, গানটি মুক্তির পর অনেক মানুষের প্রশংসা পাচ্ছি। টিজার মুক্তির পরও পাচ্ছি। দর্শকরা বুঝতে পারছেন ভালো একটি সিনেমা আসতে যাচ্ছে ঈদে। আসলেই গল্পটা দারুণ। পরিবার নিয়ে দেখার মতো সিনেমা 'দাগি'।

জেরিন চরিত্রে অভিনয় করেছেন। তমা থেকে কতোটা জেরিন হতে পেরেছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শতভাগ চেষ্টা করেছি জেরিন হওয়ার। পর্দায় দর্শকরা তমার মাঝে জেরিনকে খুঁজে পাবেন। ওখানে আমি জেরিন। অভিনয় করার অনেক সুযোগ পেয়েছি।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুটিং করার আগে টানা একমাস রিহার্সাল করেছি। তারও আগে অনিয়মিতভাবে রিহার্সাল করেছি। পুরোপুরি প্রস্তুতি নিয়েই কাজটি করেছি। অনেকদিন ধরে চরিত্রটি নিজের ভেতরে নিয়েছি।
এই ঈদে পাঁচ কিংবা তারও বেশি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। আপনার অভিনীত 'দাগি'কে কীভাবে দেখছেন? তমা মীর্জা বলেন, সব সিনেমার জন্য শুভকামনা। আমি মনে করি কেউ 'দাগি' দেখবেন, কেউ 'বরবাদ' দেখবেন, কেউ 'জংলি' দেখবেন। আবার কোনো কোনো দর্শক একাধিক সিনেমা দেখবেন। বড় একটি উৎসবে অনেকগুলো সিনেমা মুক্তি পাবে এটাই স্বাভাবিক। ঈদে যত বেশি সিনেমা আসবে ততই ভালো।

সুড়ঙ্গ সিনেমার পর আফরান নিশোর সঙ্গে দ্বিতীয় কাজ করেছেন। অভিজ্ঞতা কেমন? তমা মীর্জা বলেন, দারুণ অভিজ্ঞতা। নিশো ভাই আমাকে তুই করে বলেন। শুটিং করার সময় অসম্ভব সহযোগিতা করেন। নিশো ভাই পুরোপুরি শিল্পী। তার অনেক দর্শক ও ভক্ত আছে। আমরা এখন একটি সিনেমা পরিবার।
তিনি বলেন, 'দাগি' সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছি। দর্শকদের বলব, হলে গিয়ে 'দাগি' দেখুন। আমাদের সিনেমার সঙ্গে থাকুন।
পরিচালক সম্পর্কে তিনি বলেন, শিহাব শাহীন অনেক গুণী একজন নির্মাতা। তার কাজই প্রমাণ করে তিনি ব্যতিক্রম। 'দাগি' সিনেমাটি অনেক যত্ন নিয়ে বানিয়েছেন।
Comments