কাতারের কাছে ১৯৬ কোটি ডলারের ড্রোন বিক্রি করবে যুক্তরাষ্ট্র

ড্রোন। প্রতীকী ছবি: বাসস
ড্রোন। প্রতীকী ছবি: বাসস

মধ্যপ্রাচ্যে অন্যতম ঘনিষ্ঠ মিত্র কাতারের কাছে বুধবার এক দশমিক ৯৬ বিলিয়ন ডলার মূল্যমানের আটটি এমকিউ-৯বি ড্রোন ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ইউএস ডিফেন্স সিকিউরিটি এজেন্সি ডিএসসিএ) এক বিবৃতিতে বলেছে, 'এই প্রস্তাবিত বিক্রয় রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে অব্যাহত থাকা একটি বন্ধুত্বপূর্ণ দেশের নিরাপত্তা উন্নত করতে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য অর্জনে সহায়তা করবে।'

ডিএসসিএ জানায়, এই উদ্যোগে বর্তমানে ও ভবিষ্যতে নিরাপত্তা ও প্রতিরক্ষার প্রতি আসা হুমকি মোকাবিলায় কাতারের সক্ষমতা বাড়বে।

পররাষ্ট্র দপ্তর সম্ভাব্য বিক্রির অনুমোদন দিয়েছে।

ডিএসসিএ বুধবার মার্কিন কংগ্রেসকে প্রয়োজন অনুযায়ী তথ্য সরবরাহ করেছে। তবে এই লেনদেন এখনো সিনেটের আনুষ্ঠানিক অনুমোদন পায়নি।

ইসরায়েল-হামাসের বিধ্বংসী সংঘাতের অবসান ঘটানোর প্রচেষ্টায় মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কাতার।

২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল সীমান্তে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের আকস্মিক হামলার মাধ্যমে সংঘাতটি শুরু হয়।

Comments

The Daily Star  | English

Pakistan minister denies nuclear body meeting after offensive launched on India

Pakistan's military said earlier that the prime minister had called on the authority to meet. The information minister did not respond immediately to a request for comment.

40m ago