টঙ্গী-চান্দনা চৌরাস্তার ১০ কিলোমিটার সড়কে ধীরে চলছে যানবাহন

শুক্রবার সকালে ধীরে যান চলাচল করতে দেখা গেছে। ছবি: মনজুরুল হক

পোশাক কারখানা ও সরকারি ছুটির শুরুর দিন শুক্রবার সকাল থেকে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। আজ শুক্রবার সকাল থেকে মহাসড়কের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তায় ১০ কিলোমিটার সড়কে ধীরে ধীরে চলছিল যানবাহন।

রফিকুল ইসলাম নামের এক যাত্রী বলেন, 'আমার স্বজনরা চৌরাস্তায় সকাল ছয়টা থেকে বসে আছে। আমি মহাখালী থেকে টঙ্গীতে এসে দুই ঘণ্টা যানজটে আটকে ছিলাম। কিছু দূর গিয়ে গিয়ে বাস থেমে যায়। এখনো চৌরাস্তায় যেতে পারিনি।'

১০ কিলোমিটার এলাকাজুড়ে ধীরে চলছিল যানবাহন। ছবি: মনজুরুল হক

গাজীপুর মহানগর পুলিশের এডিসি (ট্রাফিক) অশোক কুমার পাল জানান, বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কিছু গার্মেন্টস ছুটি হওয়ার পর বিকেল পোশাক কর্মীরা গ্রামে ফিরতে শুরু করে। আজও শ্রমিকেরা গ্রামে ফিরছে। এজন্য সড়কে স্বাভাবিক সময়ের চেয়ে চাপ অনেক বেড়েছে।

চান্দনা চৌরাস্তা মোড় এলাকায় গিয়ে দেখা গেছে, ছোট ছোট দল বেঁধে কারখানা শ্রমিকসহ অন্যান্য যাত্রীরা গাড়ির জন্য বাসস্ট্যান্ডে জড়ো হচ্ছেন। পুলিশ কমিশনারের আগের দিনের ১০০ মিটার দূরে থাকার দেওয়া নির্দেশনা মানছে না ব্যাটারিচালিত রিকশা চালকরা।

বাসগুলো চলছিল থেমে থেমে। ছবি: মনজুরুল হক

মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের বিষয়ে অশোক কুমার পাল জানান, আমাদের জনবল কম থাকায় ব্যাটারি রিকশা চলাচল পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।

শ্রীপুরের মাওনা হাইওয়ে থানার ওসি মো. আইয়ুব আলী জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শুক্রবার সকালে যাত্রী এবং গাড়ির চাপ কিছুটা বেড়েছে, তবে যানজট নেই।

Comments

The Daily Star  | English

NBR moves to speed up auction of abandoned goods

About 2 lakh tonnes of imported goods left abandoned at Chattogram port alone for years

1h ago