লেগানেস যেমন অভিযোগ করছে, আমরাও তা করতে পারি: রিয়াল কোচ

কঠিন সংগ্রাম করলেও শেষ পর্যন্ত জিতেছে রিয়াল মাদ্রিদ। তবে এ জয়ে উঠেছে নানা বিতর্ক। কিলিয়ান এমবাপের দুটি গোলই আসে রেফারির 'সন্দেহভাজন' সিদ্ধান্তে। আর তাতে বেজায় খেপেছে লেগানেস। তবে লেগানেসের মতো নিজেও নানা অভিযোগ তুলতে পারেন বলে মনে করেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।

সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার রাতে লা লিগার ম্যাচে লেগানেসের বিপক্ষে জয় পেতে ঘাম ছুটে গেছে রিয়াল মাদ্রিদের। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয়ের তিন পয়েন্ট তাদের শিরোপার লড়াইয়ে টিকে আছে দলটি। ছুঁয়ে ফেলেছে শীর্ষে থাকা বার্সেলোনাকে।

স্বস্তির এই জয়ে বিতর্ক পছন্দ হয়নি রিয়াল কোচের, 'লেগানেস যেমন অভিযোগ করছে, আমরাও তা করতে পারি, কারণ ১-২ গোলের সময় ব্রাহিমের ওপর স্পষ্ট ফাউল হয়েছিল। বেলিংহ্যামের ঘটনাটি আমি দেখিনি। রেফারি তার সিদ্ধান্ত নিয়েছে, সেটাই চূড়ান্ত।'

তবে শুধু এই ম্যাচই নয়, গত তিন রাউন্ড ধরেই শিরোপার দৌড়ে টিকে থাকার লড়াইয়ে একেবারে অল্প ব্যবধানে জিতেছে—রায়ো ভায়েকানো, ভিয়ারিয়াল এবং লেগানেসের বিপক্ষে। এই নয় পয়েন্ট আনচেলত্তি মূল্যায়ন করছেন একটি কঠিন সূচি এবং বিভিন্ন প্রতিযোগিতার চ্যালেঞ্জের প্রেক্ষাপটে।

সাম্প্রতিক সময়ের এই সংগ্রাম নিয়ে আনচেলত্তি বলেন, 'আমি এমন কোনো ম্যাচ মনে করতে পারছি না যেখানে আমরা সংগ্রাম করিনি। সহজ ম্যাচ বলে কিছু নেই, এবং আমরা তা ভালোভাবেই জানি। এটি কোনো সমস্যা নয়, কারণ সবসময় এমনই হয়।'

ম্যাচ সম্পর্কে রিয়াল কোচ বলেন, 'এটি আরও ভালো হতে পারত, তবে ইতিবাচক ছিল।  প্রথমার্ধে ভারসাম্যের অভাব ছিল। পেনাল্টির মাধ্যমে এগিয়ে যাওয়ার পরও দল সঠিকভাবে সাজানো ছিল না। তবে দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি এবং ম্যাচ ঘুরিয়ে দিয়েছি।'

Comments

The Daily Star  | English

NCP leaders, activists attacked in Gopalganj following rally

Chase and counter-chase were seen between law enforcers and BCL activists in the area

1h ago