রিয়ালের জয়ে জ্বলে উঠলেন এমবাপে-ভিনিসিয়ুস

টানা দ্বিতীয় জয়ে লা লিগায় নতুন মৌসুমের শুরুটা দারুণ করেছে রিয়াল মাদ্রিদ। নবাগত রিয়াল ওভিয়েদোর মাঠে জোড়া গোল করে আলো ছড়ালেন কিলিয়ান এমবাপে, আর এক গোল ও এক অ্যাসিস্টে নিজেকে মেলে ধরলেন ভিনিসিয়ুস জুনিয়র। তাতে বড় জয় পাওয়া রিয়াল আবারও প্রমাণ করলো তারকায় ভরপুর এই দলকে থামানো সহজ নয়।

রোববার এস্তাদিও মুনিসিপাল কার্লোস তারতিয়েরেতে এবার প্রমোশন পেয়ে লা লিগায় আসা রিয়াল ওভিয়েদোকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রায় পঁচিশ বছর পর শীর্ষ লিগে ফেরা ওভিয়েদোর জন্য দিনটা ছিল উৎসবের। আস্তুরিয়ান সমর্থকরাও রঙিন আবহে সাজানো গ্যালারিতে অবশ্য শেষ হাসি হাসলেন এমবাপে-ভিনিসিয়ুসরা।

মাদ্রিদের কোচ জাবি আলোনসো প্রথম ম্যাচে ওসাসুনার বিপক্ষে পাওয়া জয়ের দল থেকে বেশ কিছু বদল আনেন। বেঞ্চে বসেন ভিনিসিয়ুস ও ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। জায়গা নেন রদ্রিগো গোজ ও চোট সারিয়ে ফেরা অধিনায়ক দানি কারভাহাল। তবে বেঞ্চ নেমে আসা ভিনিসিয়ুসই শেষ পর্যন্ত সবচেয়ে বেশি আলো কাড়েন।

আর মাত্র ১৮ বছর বয়সেই পূর্ণাঙ্গ অভিষেক হলো আর্জেন্টাইন প্রতিভা ফ্রাঙ্কো মাস্তানতুয়ানোর। শুরুর দিকেই দুর্দান্ত ড্রিবলিংয়ে আলোড়ন তুলেছিলেন তিনি। তবে গোলের সূচনা করেন এমবাপে। ৩৭তম মিনিটে আরদা গুলেরের নিখুঁত পাস ধরে দারুণ টার্নে জালে পাঠান বল। যদিও এর আগে চুয়ামেনির একটি ট্যাকল নিয়ে ক্ষোভ প্রকাশ করে ওভিয়েদো।

ঘণ্টাখানেক পর রদ্রিগো ও মাস্তানতুয়ানোর জায়গায় মাঠে নামেন ভিনিসিয়ুস ও ব্রাহিম দিয়াজ। নেমেই আক্রমণে গতি আনেন দুজন। দিয়াজের দারুণ পাসে ভালভার্দে প্রায় গোল করে ফেলছিলেন, কিন্তু রক্ষা করেন এসকানদেল।

৮১তম মিনিটে কওয়াসি সিবোর শট পোস্টে লেগে ফিরলে উল্লাসে ফেটে পড়তে গিয়েও থেমে যায় ওভিয়েদোর গ্যালারি। কিন্তু সেই ধাক্কায় জেগে ওঠে মাদ্রিদ। দুই মিনিট পর ভিনিসিয়ুস বল কেটে নিয়ে এগিয়ে গিয়ে চমৎকার পাস বাড়ান এমবাপেকে, ফরাসি ফরোয়ার্ডও নির্ভুল শটে করেন নিজের দ্বিতীয় গোল।

Comments

The Daily Star  | English

Why 1971 still casts a shadow in Bangladesh-Pakistan relations

The truth of the 1971 remains buried in denial, distortion, and evasion

2h ago