ঈদের শুভেচ্ছা জানিয়ে হামজা বললেন, 'শিগগিরই দেখা হবে'

এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে ভারতের বিপক্ষে কঠিন লড়াই শেষে অর্জিত গোলশূন্য ড্রয়ের পর ঈদের আনন্দ ভাগ করে নিতে বর্তমানে বিরতিতে রয়েছেন বাংলাদেশের ফুটবলাররা। বিশ্বব্যাপী ভক্তদের উদ্দেশে তারা জানালেন আন্তরিক ঈদুল ফিতরের শুভেচ্ছা।

দীর্ঘ প্রতীক্ষার পর ২৫ মার্চ বাংলাদেশ জাতীয় দলে অভিষিক্ত মিডফিল্ডার হামজা চৌধুরী এক ভিডিও বার্তায় বলেন, 'আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে।'

'শীঘ্রই দেখা হবে, ইনশাআল্লাহ!'—বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে প্রকাশিত সেই ভিডিওতে আরও বলেন শেফিল্ড ইউনাইটেডের এই ফুটবলার।

রক্ষণভাগের নির্ভরযোগ্য খেলোয়াড় তপু বর্মণ ঈদের আনন্দ নিয়ে বললেন, 'আশা করছি সবাই ভালো আছেন। আমি তপু বর্মন, বাংলাদেশ ফুটবল দলের একজন গর্বিত সদস্য হিসেবে দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা জানাচ্ছি।'

'ঈদ সবার জীবনে আনন্দ বয়ে আনুক, এই প্রত্যাশাই করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,' ভারতের বিপক্ষে শিলংয়ে হওয়া ম্যাচে চোট পেয়ে বদলি হওয়া তপু এভাবেই দেশবাসীকে শুভেচ্ছা জানান।

ফুল-ব্যাক রহমত মিয়া রমজানের গভীর তাৎপর্যের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, 'রোজা আমাদেরকে আত্ম-সংযম শিখিয়েছে। একে-অপরের প্রতি হিংসা-বিদ্বেষ ভুলে একে-অপরের প্রতি ভালোবাসা ছড়িয়ে দেই। সকলকে ঈদুল ফিতর এর শুভেচ্ছা। ঈদ মোবারক।'

তরুণ প্রতিভা শেখ মোরসালিন উচ্ছ্বাস প্রকাশ করে বাংলাদেশের প্রাণোচ্ছল সমর্থকদের ধন্যবাদ জানান, 'আসসালামু-আলাইকুম। দেশ ও দেশের বাইরে অবস্থানরত সবাইকে ঈদের শুভেচ্ছা। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের শক্তি। এই পবিত্র দিনে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ আপনার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। ঈদ মোবারক সবাইকে।'

অধিনায়ক জামাল ভুঁইয়া ছোট হলেও হৃদয়স্পর্শী বার্তা দেন, 'ঈদ মোবারক সবাইকে। আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে। আল্লাহ হাফেজ।'

Comments

The Daily Star  | English
Not satisfied at all, Fakhrul says after meeting Yunus

Not satisfied at all, Fakhrul says after meeting Yunus

"The chief adviser said he wants to hold the election between December and June"

56m ago