ভুটানের বিপক্ষে খেলবেন হামজা-ফাহামিদুল-শমিত?

ছবি: ফিরোজ আহমেদ

ভুটানের বিপক্ষে কি মাঠে দেখা যাবে তিন প্রবাসী হামজা চৌধুরী, ফাহামিদুল ইসলাম ও শমিত সোমকে? বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা আভাস দিয়ে রাখলেন হামজা ও ফাহামিদুলকে খেলানোর। তবে এখনও ঢাকায় না পৌঁছানো শমিতকে নিয়ে সতর্ক অবস্থানে আছেন তিনি।

আগামীকাল বুধবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি শুরু সন্ধ্যা সাতটায়। এটি দিয়ে ২০২০ সালের নভেম্বরের পর প্রথমবারের মতো দেশের মূল ফুটবল ভেন্যুতে ফিরবে খেলা।

বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা দিয়েছেন ২৬ জনের প্রাথমিক স্কোয়াড। তাদের মধ্যে ক্যাম্পে নেই কেবল শমিত। তিনি বুধবার সকালে পা রাখবেন দেশে। দীর্ঘ যাত্রার পর সন্ধ্যাবেলাতেই কানাডা প্রবাসী মিডফিল্ডার মাঠে নামার মতো অবস্থায় থাকবেন কিনা, তা আগে যাচাই করে দেখবেন কাবরেরা। কোনো ধরনের ঝুঁকি নেওয়ার ইচ্ছা নেই তার।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্প্যানিশ কোচ বলেছেন, 'যখন আমরা শমিতের কথা ভাবছিলাম, তখনই দলে তার ভূমিকা কী হবে তা তাকে জানিয়েছি। এসব নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে আমাদের মধ্যে। সে সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে পুরোপুরি তৈরি। তবে লম্বা ভ্রমণ করে সে আসবে, তাকে নিয়ে আমাদের আরও একটু বেশি সতর্ক হতে হবে।'

বাংলাদেশের জার্সিতে ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার হামজার অভিষেক হয়েছে গত মার্চে ভারতের বিপক্ষে। ভুটানের বিপক্ষে মাঠে নামলে দেশের মাটিতে প্রথম ম্যাচ খেলার স্বাদ নেবেন তিনি। আর ফাহামিদুল যদি খেলার সুযোগ পান, তাহলে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক অভিষেক হবে ইতালি প্রবাসী উইঙ্গারের।

হামজা ও ফাহামিদুলের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি কাবরেরা, 'আমি মনে করি, আগামীকাল হামজা খেলার জন্য অ্যাভাইলেবল আছে। আর ফাহামিদুলকে কিছু গেম টাইম আমি দিতে চাই। আপনারা কাল সেটা খেলতে পারবেন। আজ রাতে আমাদের আরও একটি প্রশিক্ষণ সেশন শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।'

আগামী ১০ জুন একই ভেন্যুতে এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে সিঙ্গাপুরকে মোকাবিলা করবে বাংলাদেশ। এর আগে ভুটানের বিপক্ষে লড়াইটি লাল-সবুজ জার্সিধারীদের জন্য নিজেদের শক্তি-দুর্বলতা পরখ করার সুবর্ণ সুযোগ।

Comments

The Daily Star  | English

Iran strikes back at Israel with missiles over Jerusalem, Tel Aviv

Iran's Supreme Leader accuses Israel of initiating war, vows painful revenge

2h ago