এক সিরিজেই ৩৫ থেকে শীর্ষে ডাফি

পাকিস্তান সিরিজ শুরুর আগে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ৩৫ নম্বরে ছিলেন জ্যাকব ডাফি। তবে পাঁচ ম্যাচের সিরিজে কি দারুণ পারফর্মই না করলেন এই কিউই পেসার। তার ফলাফল পেলেন র‍্যাঙ্কিংয়ে। এক লাফে চলে এসেছেন শীর্ষে!

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ১৩ উইকেট নিয়েছেন ডাফি। যেখানে তার গড় ছিল মাত্র ৮.৩৮। তার এই অসাধারণ বোলিং পারফরম্যান্সের কারণে ব্ল্যাক ক্যাপস ৪-১ ব্যবধানে সিরিজ জিততে সক্ষম হয়েছে।

ডাফির এই পারফরম্যান্স তাকে ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেইনের জায়গা দখল করতে সাহায্য করেছে। ফলে ২০১৮ সালের পর প্রথম নিউজিল্যান্ডার হিসেবে টি-টোয়েন্টি বোলার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নিলেন। ২০১৮ সালে ইশ সোধি এই অবস্থানে ছিলেন।

অন্যদিকে, নিউজিল্যান্ডের এই পেসারের জন্য এক বিশাল অর্জনের দিনে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে গেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। এক ধাপ পিছিয়ে নবম স্থানে নেমে গেছেন। আর পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান শীর্ষ দশ থেকে ছিটকে গিয়ে এখন ১২তম স্থানে রয়েছেন।

ডাফির পাশাপাশি বড় লাফ দিয়েছেন নিউজিল্যান্ডের আরেক পেসার বেন সিয়ার্স। ২১ ধাপ এগিয়ে ৪৬ নম্বরে উঠে এসেছেন তিনি। পাকিস্তান সিরিজে তিনটি টি-টোয়েন্টি খেলে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। নিউজিল্যান্ডের টিম সাইফার্ট টি-টোয়েন্টি ব্যাটসম্যান র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার-সর্বোচ্চ অষ্টম স্থানে পৌঁছেছেন।

Comments