বাছাইপর্বে ব্যাটাররা বড় পুঁজি গড়তে পারবেন, বিশ্বাস কোচের

Sharmin Akhter Supta
শারমিন আক্তার সুপ্তা। বাছাইপর্বে বাংলাদেশকে বড় পুঁজি পেতে তার ভূমিকাও গুরুত্বপূর্ণ। ছবি: ফিরোজ আহমেদ

বাংলাদেশ নারী দলের অন্যতম বড় সমস্যার নাম ব্যাটিং। আগের দিন সংবাদ সম্মেলনে দলের সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও বলতে চেয়েছেন এটাই। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে পাকিস্তান যাওয়ার আগে অবশ্য আশাবাদী কথা শুনিয়ে গেলেন কোচ সরওয়ার ইমরান। তিনি মনে করেন চ্যালেঞ্জিং পুঁজি গড়ার সামর্থ্য আছে দলের।

ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে বৃহস্পতিবার পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছে নারী দল। লাহোরের উইকেট ব্যাটিং বান্ধব হতে পারে, বাছাইপর্বে তাই বড় রান হওয়ার ধারণা করা হচ্ছে। এসব উইকেটে ম্যাচ জিততে কমপক্ষে আড়াইশো রান করার বিকল্প নেই।

দেশের ক্রিকেটের অভিজ্ঞ কোচ ইমরান জানান সব কিছু বিবেচনায় রেখেই প্রস্তুত হয়ে যাচ্ছেন তারা,  'আমরা এ ব্যাপারে ওয়াকিবহাল। আমরা সেভাবেই ক্যাম্পে স্পেসিফিক কাজগুলো করেছি, ব্যাটিং উইকেটে কীভাবে বোলিং-ব্যাটিং করতে হবে, স্ট্রাইক রেট কেমন হবে। সবকিছুই ওভাবে অনুশীলন করেছি।'

'যদি ব্যাটিং উইকেট হয়, তাহলে ২৫০+ হবে। আমি আশা রাখি, ব্যাটসম্যানরা করতে সক্ষম হবে।'

ছয় দলের বাছাই পেরিয়ে সেরা দুই দল যাবে বিশ্বকাপে। পাঁচ প্রতিপক্ষের মধ্যে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ থাকায় মূল চিন্তা বাংলাদেশের। প্রথম ম্যাচের প্রতিপক্ষ থাইল্যান্ডকে কিছুটা সহজ বিচার করলেও আয়ারল্যান্ড, স্কটল্যান্ডও সমীহ করার মতন দল। ইমরান চান ধাপে, ধাপে প্রতিটি ম্যাচই জিতে কোয়ালিফাই করতে চান তারা,   'ওখানে আমাদের পাঁচটি ম্যাচ আছে। আমরা একটি একটি করে সব কটি জিততে চাই। দুটি শক্তিশালী দল আছে আমাদের সঙ্গে, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। বাকিদেরও ছোট করে দেখতে চাই না। আমরা সবার সঙ্গে লড়াই করে একটির পর একটি ম্যাচ জিতে কোয়ালিফাই করতে চাই।'

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Shows ASK data; experts call for stronger laws, protection

53m ago