রোহিতের না খেলার কারণ জানালেন হার্দিক

ছবি: এএফপি

লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের মূল একাদশে নেই রোহিত শর্মা। ইমপ্যাক্ট বদলি খেলোয়াড়দের পাঁচজনের তালিকাতেও অনুপস্থিত তার নাম। ভারতের অভিজ্ঞ ওপেনারের না খেলার কারণ জানা গেল দলটির অধিনায়ক হার্দিক পান্ডিয়ার মুখে।

শুক্রবার লখনউয়ের অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছে লখনউ ও মুম্বাই। টস জিতে স্বাগতিকদের আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন প্রতিযোগিতার যৌথ সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাইয়ের দলনেতা হার্দিক। টসের সময় তিনি দিয়েছেন রোহিতের চোটে পড়ার খবর।

অলরাউন্ডার হার্দিক সম্প্রচারকদের কাছে বলেছেন, 'নেটে (ব্যাটিং অনুশীলনের সময়) রোহিত পায়ে আঘাত পেয়েছেন। তাই তিনি খেলতে পারছেন না।'

রোহিতের চোটের বিষয়ে বিস্তারিত এখনও কিছু জানায়নি ভারতীয় গণমাধ্যম। তার শূন্যতা পূরণে একাদশে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের উইল জ্যাকস। ওপেনিংয়ে তার সঙ্গী দক্ষিণ আফ্রিকার রায়ান রিকেলটন। হার্দিক ছাড়া একাদশের বাকিরা হলেন সূর্যকুমার যাদব, নামান ধির, রাজ বাওয়া, মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড), দিপক চাহার, অশ্বিনি কুমার, বিগনেশ পুথুর ও ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)।

ইমপ্যাক্ট বদলি খেলোয়াড়দের তালিকায় রাখা হয়েছে তিলক বর্মা, করবিন বশ (দক্ষিণ আফ্রিকা), রবিন মিঞ্জ, সত্যনারায়ণা রাজু ও কর্ন শর্মাকে।

এবারের আইপিএলের শুরুটা ভালো হয়নি রোহিতের। ব্যাট হাতে ছন্দের অভাবে ভুগছেন তিনি। এখন পর্যন্ত খেলা তিন ম্যাচে যথাক্রমে ০, ৮ ও ১৩ রানে আউট হয়ে গেছেন। প্রথম দুটিতে একাদশে থাকলেও ওয়াংখেড়ে স্টেডিয়ামে গত ৩১ মার্চ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাইয়ের সবশেষ ম্যাচে তিনি নেমেছিলেন ইমপ্যাক্ট বদলি হিসেবে।

আইপিএলের ১০ দলের পয়েন্ট তালিকায় বর্তমানে মুম্বাই আছে ছয় নম্বরে। তিন ম্যাচে এক জয়ে তাদের অর্জন ২ পয়েন্ট। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে নেট রানরেটে পিছিয়ে থাকায় লখনউয়ের অবস্থান সাতে।

Comments

The Daily Star  | English

Decision on AL’s registration after receiving govt ban order: CEC

The decision to ban was made at a special meeting of the council following three days of demonstrations demanding a ban on the party

44m ago