মোস্তাফিজের আইপিএলে খেলার বিষয়ে কিছু জানে না বিসিবি

ছবি: দিল্লি ক্যাপিটালস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশের জন্য মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, টুর্নামেন্টটিতে এই বাঁহাতি পেসারের ডাক পাওয়ার বিষয়ে বোর্ড অবগত নয়।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোস্তাফিজের দিল্লিতে নাম লেখানোর বিষয়টি নিশ্চিত করেছে আইপিএল কর্তৃপক্ষ। মোস্তাফিজের বাংলাদেশ দলের হয়ে আসন্ন সংযুক্ত আরব আমিরাত সফরে খেলতে যাওয়ার জন্য দেশ ছাড়ার দিনে এই খবর দিয়েছে তারা। কাটার মাস্টার খ্যাত তারকা জন্য ৬ কোটি ভারতীয় রুপি খরচ করতে হয়েছে দিল্লিকে। আইপিএলের ইতিহাসে তিনিই এখন সবচেয়ে বেশি দামে দল পাওয়া বাংলাদেশি ক্রিকেটার।

তবে নিজামউদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেছেন, মোস্তাফিজের আইপিএলে খেলতে যাওয়ার বিষয়ে বিসিবি এখনও কিছু জানে না, 'নির্ধারিত সূচি অনুসারে, মোস্তাফিজের বাংলাদেশ দলের সঙ্গে আরব আমিরাতে যাওয়ার কথা। আইপিএল কর্তৃপক্ষের কাছ থেকে এখনও আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। আইপিএলে যাওয়ার জন্য মোস্তাফিজ এনওসি (ছাড়পত্র) চেয়েছে কিনা তা আমি নিশ্চিত নই।'

আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রথম ধাপে এদিন সকাল ১০টায় দেশটির উদ্দেশ্যে রওনা দেন বাংলাদেশ দলের কয়েকজন খেলোয়াড় ও কোচিং স্টাফ। খেলোয়াড়দের ঘনিষ্ঠ একটি সূত্র থেকে জানা গেছে, দ্বিতীয় ধাপে দেশ ছাড়ার জন্য অধিনায়ক লিটন দাস ও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিনসহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেছেন মোস্তাফিজ।

বাংলাদেশের আসন্ন সিরিজের দুটি ম্যাচই শারজাহতে হবে আগামী ১৭ ও ১৯ মে। অন্যদিকে, ১৭ মে থেকেই পুনরায় চালু হচ্ছে আইপিএল। পরদিন ঘরের মাঠে দিল্লির ম্যাচ রয়েছে গুজরাট টাইটান্সের সঙ্গে। লিগ পর্বে সব মিলিয়ে দিল্লির আর মাত্র তিনটি ম্যাচ বাকি আছে। পয়েন্ট তালিকার শীর্ষ চারে থেকে প্লে-অফে খেলা নিশ্চিত করতে পারলে ম্যাচের সংখ্যা বাড়বে। তবে সব মিলিয়ে খুব বেশি ম্যাচে মাঠে নামার সুযোগ নেই মোস্তাফিজের।

আরব আমিরাত সফরের পর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। তবে ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক সংঘাতের কারণে সেটা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিসিবি। বাংলাদেশ সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমোদন পেলে তবেই সেখানে যাবে টাইগাররা।

Comments

The Daily Star  | English

No scope to avoid fundamental reforms: Yunus

Conveys optimism commission will be able to formulate July charter within expected timeframe

6h ago