ঈদের ছুটি শেষে ঢাকামুখী হাজারো মানুষের ঢল

ছবি: স্টার

ঈদের নয় দিনের ছুটি শেষে আগামীকাল খুলতে যাচ্ছে সরকারি কার্যালয়গুলো, যার ফলে রাজধানী ঢাকা ও তার আশপাশের জেলাগুলোতে দলে দলে মানুষ ফিরতে শুরু করেছে।

গত দুই-তিন দিনে অনেকে ঢাকায় ফিরলেও বাস-লঞ্চ টার্মিনালসহ রেলস্টেশনগুলোতে আজ যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার যাত্রী নিয়ে ৮০টির বেশি লঞ্চ আজ ঢাকায় এসেছে।

এদিকে বেশিরভাগ ট্রেন সময়মতো পৌঁছেছে। প্রধান মহাসড়কগুলোতে যানজটের কোনো খবর পাওয়া যায়নি।

তবে বেসরকারি বাসগুলোর বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।

পরিবহন চালক, কর্মকর্তা ও বিশেষজ্ঞদের মতে, বর্ধিত ছুটি, পোশাক কারখানা পর্যায়ক্রমে বন্ধ করা ও ভালো ট্রাফিক ব্যবস্থাপনার কারণে এবারের ঈদে ঘরমুখী যাত্রা তুলনামূলকভাবে ঝঞ্ঝাটমুক্ত ছিল।

যমুনা রেল সেতু চালু করার পাশাপাশি যানজটপ্রবণ জায়গা ট্রাফিক নিয়ন্ত্রণ ও উত্তরমুখী মহাসড়কে বিভিন্ন প্রতিবন্ধকতা অপসারণে সেনাবাহিনীর সদস্যদের সম্পৃক্ত করাকেও কৃতিত্ব দেন অনেকে।

এবারের ঈদে সরকারি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা মোট নয় দিনের ছুটি পেয়েছেন। শুক্রবার থেকে ছুটি শুরু হওয়ায় ঈদের আগেই তিন দিনের ছুটি পেয়েছেন তারা।

কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, দুটি ট্রেন বাদে সব ট্রেনই সময়মতো ছেড়ে গেছে ও পৌঁছেছে।

রংপুর এক্সপ্রেস নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা ও কুড়িগ্রাম এক্সপ্রেস আড়াই ঘণ্টা দেরিতে ছেড়েছে বলে জানান তিনি।

'গত দুই-তিন দিনের তুলনায় আজ যাত্রী সংখ্যা অনেক বেড়েছে,' বলেন আনোয়ার হোসেন।

সদরঘাট লঞ্চ টার্মিনালেও গত দুই দিনের তুলনায় আজ বেশি ভিড় দেখা গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) একজন কর্মকর্তা জানান, দুপুর ২টার মধ্যে ৮৭টি লঞ্চ ঢাকায় পৌঁছেছে। অপরদিকে এই সময়ে ৪১টি লঞ্চ ঢাকা ছেড়েছে।

কাল ঈদের ছুটি শেষে সারা দেশের ব্যাংক, বীমা, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজার খুলবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হবে সকাল ১০টায়, চলবে দুপুর আড়াইটা পর্যন্ত।

Comments

The Daily Star  | English

Khaleda leaves London for Dhaka in air ambulance

Fakhrul urges BNP supporters to keep roads free, ensure SSC students can reach exam centres

4h ago