কামরাঙ্গীর চরে ২ যুবককে পিটিয়ে হত্যা, আহত ১

প্রতীকী ছবি

রাজধানীর কামরাঙ্গীর চর এলাকায় দুই যুবককে পিটিয়ে হত্যা করেছেন এলাকাবাসী। এছাড়া, পিটুনিতে আরও একজন আহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে কামরাঙ্গীর চর থানাধীন সিলেটি বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

কামরাঙ্গীর চর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত দুজন হলেন—মো. নাদিম (৩০) ও মাসুদ (৩২)। তবে আহত যুবকের নাম জানাতে পারেননি আমিরুল।

তিনি বলেন, তিন যুবকই এক সময় কামরাঙ্গীর চর এলাকায় থাকতেন। পরবর্তীতে লালবাগ থানাধীন শহীদ নগর এলাকায় চলে যান।

'সিলেটি বাজারের এক চায়ের দোকানির কাছে দুই মাস আগে এক লাখ টাকা চাঁদা দাবি করেছিল একদল দুর্বৃত্ত। তিনি মামলা দায়ের করার পর আমরা সাতজনকে গ্রেপ্তার করি। বর্তমানে তারা কারাগারে আছেন। গণপিটুনিতে নিহত মাসুদও সেই মামলার এজাহারভুক্ত আসামি,' বলেন তিনি।

এলাকাবাসীর বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, 'আজ চারজন এসেছিল বাদীকে চাপ দিতে, যেন তিনি মামলা প্রত্যাহার করেন। তারা বাদীকে মারধরও করেন, সে সময় এলাকাবাসী জড়ো হয়ে তাদের ধাওয়া করে ধরে মারধর করে। এতে ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান।'

'পালানোর জন্য তারা সাতটি ককটেল ছোড়েন, এর মধ্যে তিনটি বিস্ফোরিত হয়। বাকি চারটি আমরা উদ্ধার করেছি,' বলেন আমিরুল।

Comments

The Daily Star  | English
Magura child rape case

Magura rape case: Charge sheet submitted against 4

Police filed the charge sheet with the court at 9:10pm

2h ago