সিলেটে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৩

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জাফলং টি এস্টেট এলাকা থেকে ইমাম উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে বাগানের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ইমাম উদ্দিন উপজেলার মেদী গ্রামের হরমজ আলীর ছেলে।
এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে। তারা হলেন—নিরঞ্জন গোয়ালা, আক্কেল প্রধান ও কপিল উদ্দিন লিটন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ বলেন, 'ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিকেল পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।'
Comments