পিএসএলে লিটন-রিশাদ-নাহিদের দলের সূচি

litton das, rishad hossain and Nahid rana

আজ থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের দশম আসর। এই আসরে বাংলাদেশি দর্শকদের আগ্রহ থাকা স্বাভাবিক। কারণ বাংলাদেশের তিন ক্রিকেটার এবার সুযোগ পেয়েছেন পিএসএলে। করাচি কিংসের হয়ে লিটন দাস ও লাহোর কালন্দার্সের হয়ে শুরু থেকেই খেলতে পাকিস্তানে চলে গেছেন রিশাদ হোসেন। পেশোয়ার জালমিতে নাহিদ রানা যোগ দেবেন জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের পর।

রাওয়ালপিন্ডিতে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায়  উদ্বোধনী ম্যাচেই ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে রিশাদের দল লাহোর কালন্দার্স। আগামীকাল রাত নয়টায় মুলতান সুলতানের বিপক্ষে প্রথম ম্যাচ লিটনের করাচির।

দেখে নেওয়া যাক বাংলাদেশের তিন তারকার দলের খেলার সময়সূচি:

তারিখ ম্যাচ বাংলাদেশ সময়
১১ এপ্রিল  লাহোর কালান্দার্স-ইসলামাবাদ ইউনাইটেড রাত সাড়ে ৯টা
১২ এপ্রিল পেশোয়ার জালমি-কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বিকেল সাড়ে ৪টা
১২ এপ্রিল করাচি কিংস-মুলতান সুলতান রাত ৯টা
১৩ এপ্রিল লাহোর কালান্দার্স- কোয়েটা গ্ল্যাডিয়েটর্স রাত ৯টা
১৪ এপ্রিল পেশোয়ার জালমি-ইসলামাবাদ ইউনাইটেড রাত ৯টা
১৫ এপ্রিল করাচি কিংস-লাহোর কালান্দার্স রাত ৯টা
১৮ এপ্রিল করাচি কিংস-কোয়েটা গ্ল্যাডিয়েটর্স রাত ৯টা
১৯ এপ্রিল পেশোয়ার জালমি-মুলতান সুলতান রাত ৯টা
২০ এপ্রিল করাচি কিংস-ইসলামাবাদ ইউনাইটেড রাত ৯টা
২১ এপ্রিল করাচি কিংস-পেশোয়ার জালমি রাত ৯টা
২২ এপ্রিল লাহোর কালান্দার্স-মুলতান সুলতান রাত ৯টা
২৪ এপ্রিল লাহোর কালান্দার্স-পেশোয়ার জালমি রাত ৯টা
২৫ এপ্রিল করাচি কিংস-কোয়েটা গ্ল্যাডিয়েটর্স রাত ৯টা
২৬ এপ্রিল লাহোর কালান্দার্স-মুলতান সুলতান রাত ৯টা
২৭ এপ্রিল পেশোয়ার জালমি-কোয়েটা গ্ল্যাডিয়েটর্স রাত ৯টা
৩০ এপ্রিল লাহোর কালান্দার্স-ইসলামাবাদ ইউনাইটেড রাত ৯টা
১ মে করাচি কিংস-মুলতান সুলতান  বিকেল সাড়ে ৪টা
১ মে লাহোর কালান্দার্স- কোয়েটা গ্ল্যাডিয়েটর্স রাত ৯টা
২ মে পেশোয়ার জালমি-ইসলামাবাদ ইউনাইটেড রাত ৯টা
৪ মে করাচি কিংস-লাহোর কালান্দার্স রাত ৯টা
৫ মে  পেশোয়ার জালমি-মুলতান সুলতান রাত ৯টা
৯ মে  লাহোর কালান্দার্স-পেশোয়ার জালমি রাত ৯টা
১০ মে করাচি কিংস-ইসলামাবাদ ইউনাইটেড রাত ৯টা

 

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

10h ago