সাভারে দিনদুপুরে চলন্ত বাসে ছিনতাই, স্বর্ণালংকার লুট

ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে আবারও চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকা সংলগ্ন ব্রিজের ওপর ঢাকাগামী সাভার পরিবহনের একটি বাসে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ছিনতাই-কবলিত বাসটিতে থাকা সাভারের স্থানীয় সাংবাদিক তায়েফুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, দুপুর ১২টার দিকে শ্যামলী যাওয়ার উদ্দেশ্যে স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে ব্যাংক টাউন থেকে বাসটিতে উঠি। বাসটি ব্রিজের ওপর উঠতেই আগে থেকেই অবস্থান করা তিন থেকে চারজন যুবক ছুরি হাতে ভয় দেখিয়ে নারী যাত্রীদের কাছ থেকে চেইনসহ স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। সেই সময় তারা আমার স্ত্রীর গলায় থাকা লকেটসহ একটি স্বর্ণের চেইনও ছিনিয়ে নেয়।

'বাসে ২০-২৫ জন যাত্রী ছিল। তবে ছিনতাইকারীরা কারো মুঠোফোন নেয়নি। ছিনতাইকারীরা বাসে থাকা তিন নারী যাত্রীর কাছ থেকে চেইন ছিনিয়ে নিয়েছে। ছিনতাই শেষে ওই ব্রিজের ওপরই বাস থেকে নেমে যায় তারা', বলেন তিনি।

পরবর্তীতে বাসটি গাবতলীতে যাওয়ার পর যাত্রীরা বাসচালককে একটি কাউন্টারে নিয়ে গিয়ে আটকে রাখেন বলেও জানান তায়েফুর।

বিষয়টি নিয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া ডেইলি স্টারকে বলেন, পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। ওই এলাকায় সব সময় আমাদের টহল কার্যক্রম চলে।

গত এক মাসে একই এলাকায় বাসে একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

Comments

The Daily Star  | English

Rangpur mob violence victims’ families decry police inaction

Four arrested, some culprits have gone into hiding, local police say

59m ago