ফ্যাসিবাদের মুখাকৃতিতে একজনকে আগুন দিতে দেখা গেছে: ঢাবি প্রক্টর 

ফ্যাসিবাদের মুখাকৃতিতে একজনকে আগুন দিতে দেখা গেছে: ঢাবি প্রক্টর
চারুকলা অনুষদে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

নববর্ষের শোভাযাত্রা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বানানো মোটিফে এক ব্যক্তিকে আগুন দিতে দেখা গেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।

আজ শনিবার দুপুরে এ ঘটনার সিসিটিভি ফুটেজ দেখার পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

প্রক্টর বলেন, 'সিসিটিভি ফুটেজে একজন ব্যক্তিকে মোটিফে আগুন দিতে দেখা গেছে। তিনি প্রথমে পর্দার আড়ালে প্রবেশ করেছেন। তারপর মোটিফে লিকুইড দিয়েছেন। তারপর আড়ালে এসে লাইটার জ্বালিয়ে ফায়ার টেস্ট করেছেন। পরে মোটিফে আগুন দিয়ে বেরিয়ে গেছেন। যে গেট দিয়ে ঢুকেছিলেন, সে গেট দিয়েই বেরিয়ে গেছেন।'

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উপলক্ষে বানানো ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রা’ মোটিফটি পুড়িয়ে দেওয়া হয়েছে। ছবি: আনিসুর রহমান/স্টার

সিসিটিভি ফুটেজে ওই ব্যক্তিকে ছবিরহাট দিয়ে চলে যেতে দেখা গেছে বলেও জানান তিনি।

প্রক্টর জানান, ওই ব্যক্তির পরনে ছিল কালো টিশার্ট, ব্রাউন প্যান্ট, কালো স্যান্ডেল।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।

তদন্ত কমিটি কত দিনের মধ্যে প্রতিবেদন দেবে সাংবাদিকরা জানতে চাইলে প্রক্টর বলেন, 'অপরাধীকে আজকে বের করতে পারলে আজই করব।'

Comments

The Daily Star  | English

The life cycles of household brands

For many, these products are inseparable from personal memory

13h ago