পহেলা বৈশাখ: ঢাকার যেসব রাস্তা বন্ধ থাকবে, যেখানে গাড়ি পার্কিং

আব্দুল্লাহপুর, উত্তরা, তুরাগ নদী, সভা-সমাবেশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ,

পহেলা বৈশাখে রমনা বটমূলে আয়োজিত অনুষ্ঠান এবং চারুকলার আনন্দ শোভাযাত্রাকে কেন্দ্র করে বেশকিছু ট্রাফিক নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ শনিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

ডাইভারশন/ব্যারিকেড

সোমবার ভোর ৫টা থেকে রমনা পার্ক (রমনা বটমূল), সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকার সড়কে যানচলাচল নিয়ন্ত্রণ করতে কিছু রাস্তা বন্ধ থাকবে।

১. বাংলামোটর ক্রসিং/নেভী গ্যাপ

২. পুলিশ ভবন ক্রসিং

৩. সুগন্ধা ক্রসিং

৪. কাকরাইল চার্চ ক্রসিং

৫. কদমফোয়ারা ক্রসিং

৬. হাইকোর্ট ক্রসিং (পূর্ব ও দক্ষিণ)

৭. দোয়েল চত্বর ক্রসিং

৮. রোমানা ক্রসিং

৯. ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার

১০. জগন্নাথ হল ক্রসিং

১১. ভাস্কর্য ক্রসিং

১২. নীলক্ষেত ক্রসিং ও

১৩. কাঁটাবন ক্রসিং

গাড়ি চলাচলের দিকনির্দেশনা

১. মিরপুর-ফার্মগেট থেকে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন বাংলামোটর ক্রসিং বামে মোড় নিয়ে মগবাজার ক্রসিং হয়ে গন্তব্যে যাবে।

২. গোলাপশাহ মাজার ক্রসিং-হাইকোর্ট ক্রসিং থেকে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন কদমফোয়ারা ক্রসিং-ইউবিএল ক্রসিং- নাইটিংগেল ক্রসিং হয়ে গন্তব্যে যাবে।

৩. সায়েন্সল্যাব ক্রসিং থেকে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন মিরপুর রোড দিয়ে আজিমপুর ক্রসিং-চাঁনখারপুল ক্রসিং-বকশীবাজার ক্রসিং হয়ে গন্তব্যে যাবে।

গাড়ি পার্কিং

১. নেভী গ্যাপ থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত।

২. মৎস্যভবন ক্রসিং থেকে সেগুনবাগিচা পর্যন্ত (আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি)।

৩. শিল্পকলা একাডেমী গলি (আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি)।

৪. কাঁটাবন ক্রসিং থেকে নীলক্ষেত ক্রসিং হয়ে পলাশী ক্রসিং পর্যন্ত।

৫. দোয়েল চত্বর ক্রসিং থেকে শহীদুল্লাহ হল ক্রসিং পর্যন্ত।

৬. আব্দুল গনি রোড।

Comments

The Daily Star  | English

Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

2h ago