গাজীপুরে চিলাহাটি এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

গাজীপুরে সালনায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে দেশের উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
আজ দুপুর আড়াইটার দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা টেনটির শেষে থাকা লাগেজ ভ্যান লাইনচ্যুত হয়। এতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলো জয়দেবপুর স্টেশনে আটকা পড়ে।
বিকেল ৩টা ৪০ মিনিটে জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী দ্য ডেইলি স্টারকে জানান, নীলফামারীর চিলাহাটি থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটির পেছনের বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে যমুনা সেতু হয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি আরও বলেন, ট্রেনটি উদ্ধারের জন্য ঢাকা থেকে রিলিফ ট্রেন ডাকা হয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধারের পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
Comments