ট্রাম্পের কথামত না চলায় হার্ভার্ডের ২.২ বিলিয়ন ডলার তহবিল স্থগিত

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথামত বিশ্ববিদ্যালয় পরিচালনায় রাজি না হওয়ায় হার্ভার্ডের প্রায় ২ দশমিক ২ বিলিয়ন ডলারের ফেডারেল তহবিল স্থগিতের ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউস গত সপ্তাহে হার্ভার্ডের কাছে একটি দাবির তালিকা পাঠিয়েছিল। এগুলোর মধ্যে বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া এবং ভর্তি প্রক্রিয়ায় পরিবর্তন আনার কথা বলা হয়েছিল। হোয়াইট হাউসের ভাষ্যমতে, ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষ মোকাবিলার লক্ষ্যে তারা এসব দাবি জানিয়েছিল।

হোয়াইট হাউসের দাবি প্রত্যাখ্যান করার কয়েক ঘণ্টার মধ্যেই বৈশ্বিক র‍্যংকিংয়ে শীর্ষস্থানে থাকা বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় তহবিল স্থগিত করার কথা জানিয়ে দেয় ট্রাম্প প্রশাসন।

হার্ভার্ড সোমবার হোয়াইট হাউসের দাবি প্রত্যাখ্যান করে বলেছে, হোয়াইট হাউস তাদের কমিউনিটিকে 'নিয়ন্ত্রণ' করার চেষ্টা করছে।

এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের শিক্ষা দপ্তর বলেছে, 'হার্ভার্ডের বিবৃতি আমাদের জন্য উদ্বেগজনক।'

ট্রাম্প ক্ষমতায় আসার পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিয়োগ, ভর্তি ও শিক্ষার্থীদের কর্মকাণ্ডের ব্যাপারে চাপ তৈরি করছে হোয়াইট হাউস। তবে হার্ভার্ডই প্রথম কোনো বড় বিশ্ববিদ্যালয় যারা এই চাপ অগ্রাহ্য করল।

বিবিসি জানায়, হোয়াইট হাউসের কথামত চলতে গেলে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম পুরোপুরি বদলে যেত এবং এর একাংশের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র সরকারের হাতে চলে যেত।

প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগ, গত বছর গাজায় যুদ্ধ এবং ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের বিরুদ্ধে বিক্ষোভে যখন ক্যাম্পাসগুলো উত্তাল ছিল, তখন তারা ইহুদি শিক্ষার্থীদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে।

সোমবার হার্ভার্ড কমিউনিটির কাছে লেখা এক চিঠিতে বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট অ্যালান গারবার বলেছেন, হোয়াইট হাউস আমাদের কাছে কী চায় তার একটি হালনাগাদ তালিকা পাঠিয়েছে। সরকারের সাথে 'আর্থিক সম্পর্ক' বজায় রাখতে হলে বিশ্ববিদ্যালয়কে অবশ্যই এসব দাবি মানতে হবে বলেও তারা হুমকি দিয়েছে।

তিনি লিখেছেন, 'আমরা আমাদের আইনি পরামর্শকের মাধ্যমে প্রশাসনকে জানিয়েছি যে, আমরা তাদের প্রস্তাব গ্রহণ করব না। বিশ্ববিদ্যালয় তার স্বাধীনতা বিসর্জন দেবে না বা তার সাংবিধানিক অধিকার ছেড়ে দেবে না।'

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় ইহুদিবিদ্বেষ মোকাবিলাকে 'হালকাভাবে নেয় না', কিন্তু সরকার এক্ষেত্রে সীমা লঙ্ঘন করছে।

হার্ভার্ডের প্রেসিডেন্ট এই চিঠি পাঠানোর পরপরই যুক্তরাষ্ট্রের শিক্ষা দপ্তর জানায়, তারা হার্ভার্ডের জন্য ২ দশমিক ২ বিলিয়ন ডলারের অনুদান এবং ৬০ মিলিয়ন ডলারের চুক্তি তাৎক্ষণিকভাবে স্থগিত করছে।

বিবৃতিতে বলা হয়, 'সাম্প্রতিক বছরগুলোতে ক্যাম্পাসগুলোতে শিক্ষা কার্যক্রমে যে বিঘ্ন ঘটেছে, তা অগ্রহণযোগ্য।'

বিবৃতিতে আরও যোগ করা হয়, 'ইহুদি শিক্ষার্থীদের হয়রানির ঘটনা সহ্য করা যায় না। বড় বিশ্ববিদ্যালয়গুলোর জন্য এখন সময় এসেছে সমস্যাটিকে গুরুত্ব সহকারে নেওয়ার, যদি তারা সরকারি সহায়তা পাওয়ার পথ খোলা রাখতে চায়।'

Comments

The Daily Star  | English

NBR traces Tk 40,000cr in suspected laundered assets abroad

The revelation came from the Central Intelligence Cell of the tax administrator

38m ago