সয়াবিন তেলের দাম বাড়ানোর যে ব্যাখ্যা দিলেন বাণিজ্য উপদেষ্টা

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম লিটারে ১২ টাকা বাড়িয়ে ১৬৯ টাকা নির্ধারণ করেছে সরকার।
আজ মঙ্গলবার সচিবালয়ে ভোজ্যতেল আমদানি-সরবরাহসহ সার্বিক বিষয়ে পর্যালোচনা সভায় নতুন দাম নির্ধারণ করা হয়।
তবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে সাময়িকভাবে।
সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে উপদেষ্টা সয়াবিন তেলের দাম বৃদ্ধি নিয়ে কথা বলেছেন।
শেখ বশির উদ্দিন বলেন, 'আমরা ভোজ্য তেলের দাম আজকে আলোচনার পরিপ্রেক্ষিতে নির্ধারণ করা হয়েছে। সরকার এক্ষেত্রে মাসে প্রায় সাড়ে ৫০০ কোটি টাকা রাজস্ব অব্যাহতি দিয়েছিল। রমজানকেন্দ্রিক প্রায় ২ হাজার কোটি টাকার রাজস্ব অব্যাহতি দেওয়া হয়েছিল।'
'আমরা এই মুহূর্তে আন্তর্জাতিক বাজার ও আমাদের ট্যারিফ কমিশনের ফর্মুলার ভিত্তিতে বাজারে তেলের মূল্য পুনঃনির্ধারণ করেছি। আমাদের ফর্মুলা অনুযায়ী তেলের দাম আসে প্রায় ১৯৭ টাকা। কিন্তু আমরা আলোচনার ভিত্তিতে ১৮৯ টাকা প্রতি লিটার সয়াবিন তেলের দাম রাখতে সক্ষম হয়েছি,' বলেন তিনি।
তিনি আরও বলেন, 'দেশে মোটামুটি প্রায় ৩০ লাখ টন তেলের চাহিদা আছে। তার মধ্যে প্রায় ৭ লাখ টন আমাদের স্থানীয় সয়াবিন তেল থেকে আসে। আমরা নতুন করে প্রায় ৬ লাখ টন রাইস ব্রাইন অয়েল বাজারে আনতে সক্ষম হয়েছি।'
উপদেষ্টা বলেন , 'আমরা আশা করি আজ নতুন মূল্য নির্ধারণ হলো, সরকার এখান থেকে প্রায় সাড়ে ৫০০ কোটি টাকার রাজস্ব আহরণ করতে পারবে। আমরা আশা করি যে, সামনে আবার তেলের দাম আবার আমরা কমাতে পারব।'
'রাজস্ব আদায় এবং আন্তর্জাতিক বাজারের মূল্য—দুটোর সমন্বয়েই এই দামটা বেড়েছে...আমি মনে করি এই মূল্যবৃদ্ধি সাময়িক এবং আমরা অদূর ভবিষ্যতে এই দাম কমিয়ে আনতে সক্ষম হব,' বলেন উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
Comments