রিয়ালকে বিদায়ের পর গার্দিওলার প্রতি কৃতজ্ঞতা জানালেন আর্তেতা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছানোর পর ইংলিশ প্রিমিয়ার লিগের প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলাকে ধন্যবাদ দিয়েছেন আর্সেনালের কোচ মিকেল আর্তেতা।
রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়কে সাবেক স্প্যানিশ মিডফিল্ডার আর্তেতা তার ক্যারিয়ারের সেরা রাতগুলোর মধ্যে একটি হিসেবে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন, ফিরতি লেগের আগে গতকাল বুধবার সকালে তিনি তার প্রাক্তন পরামর্শদাতা গার্দিওলার সঙ্গে কথা বলেছিলেন।
রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলের দুর্দান্ত জয়ের পর গণমাধ্যমকে তিনি বলেছেন, 'আমি গার্দিওলাকে ফোন করেছিলাম। কারণ, আমি এখন যেখানে আছি, সেটার জন্য তার কাছে অনেকাংশে কৃতজ্ঞ।'
২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ম্যান সিটিতে গার্দিওলার সহকারী হিসেবে কাজ করেছেন আর্তেতা। তিনি যোগ করেছেন, 'গার্দিওলা আমার কাছে একজন বড় অনুপ্রেরণা। আমি তার সঙ্গে চারটি অসাধারণ বছর কাটিয়েছি এবং আমি সর্বদা তার প্রতি কৃতজ্ঞ থাকব। তিনি ছাড়া আমি এখানে পৌঁছাতে পারতাম না।'
ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে প্রথম লেগে ৩-০ ব্যবধানে এগিয়ে থাকার পর দ্বিতীয় লেগে রিয়ালের তুলনায় উজ্জীবিত ছিল আর্সেনাল। দ্বিতীয়ার্ধে বুকায়ো সাকার লক্ষ্যভেদের দুই মিনিটের মধ্যে স্বাগতিকদের সমতায় ফেরান ভিনিসিয়ুস জুনিয়র। তবে যোগ করা সময়ে জাল কাঁপিয়ে গানারদের আরেকটি অসাধারণ জয় নিশ্চিত করেন গাব্রিয়েল মার্তিনেল্লি।
নিজেদের ইতিহাসে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্সেনাল। এর আগে ২০০৫-০৬ মৌসুমে তারা ফাইনাল পর্যন্ত পৌঁছে বার্সেলোনার কাছে হেরে হয়েছিল রানার্সআপ। আর শেষবার তারা শেষ চারে খেলেছিল ১৬ বছর আগে, ২০০৮-০৯ মৌসুমে।
'আমাদের দল খুবই ক্ষুধার্ত এবং আমরা দুর্দান্ত পারফরম্যান্স করে যেতে চাই... আমরা সেমিফাইনালেও ভালো খেলতে চাই। এই পর্যায়ে টিকে থাকতে হলে সামনে আমাদের কঠিন পরীক্ষা দিতে হবে। তবে সেটা আমাদের উপভোগও করতে হবে,' শিষ্যদের উদ্দেশ্যে বলেছেন আর্তেতা।
ফাইনালে ওঠার লড়াইয়ে আর্সেনালের প্রতিপক্ষ ফরাসি লিগ ওয়ানের শিরোপাধারী পিএসজি। আগামী ৩০ এপ্রিল নিজেদের মাঠে প্রথম লেগে ও ৮ মে দ্বিতীয় লেগে প্রতিপক্ষের মাঠে খেলবে তারা।
Comments