ঢাকা প্রিমিয়ার লিগ

বৃষ্টি মুখর দিনে সাইফ-সৌম্য-জিসানের ঝলক

Saif Hasan
সাইফ হাসান। ছবি: ফিরোজ আহমেদ

ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্বের প্রথম দিনেই হানা দিল বৃষ্টি। ওভার কমে আসায় পরে তিন ম্যাচেই পরে দেখা দিল টি-টোয়েন্টির আমেজ। তাতে ঝলক দেখিয়েছেন জিসান আলম, সাইফ হাসান সৌম্য সরকাররা।

soumya sarkar
সৌম্য সরকার। ছবি: ফিরোজ আহমেদ

ব্যাটিং ব্যর্থতায় ধাক্কা খেল মোহামেডান

আবাহনীর সমান পয়েন্ট হলেও হেড-টু হেডে এগিয়ে টেবিলের শীর্ষে থেকে সুপার লীগ শুরু করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। শুরুতেই ধাক্কা খেয়েছে তারা। জাতীয় দলের বেশ কজন তারকাকে হারিয়ে খেলতে নেমে লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে ডিএলএস মেথডে মোহামেডান হেরেছে ৯ উইকেটে।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে ২৯.৯ ওভারে ৭ উইকেটে মোহামেডান ১১৭ রান তুলতে নামে বৃষ্টি। সকালের বৃষ্টিতে দুপুর পেরিয়ে গেলে আর ব্যাট করা হয়নি তাদের। ২২ ওভারে মাত্র ৯৩ রানের নতুন লক্ষ্য পায় রূপগঞ্জ। তাতে তানজিদ হাসান তামিম ০ রানে আউট হলেও সাইফ হাসান-সৌম্য সরকার মিলে ১৩.২ ওভারে শেষ করে দেন ম্যাচ। সৌম্য ৩৩ বলে ৩৬ রানে অপরাজিত ছিলেন। সাইফ খেলেন ৪৪ বলে ৫৫ রানের হার না মানা ইনিংস। এই হারের পর দুইয়ে নেমে গেল মোহামেডান।

টি-টোয়েন্টির সমীকরণে জিসানের ঝড়

বিকেএসপির তিন নম্বর মাঠে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১০৯ রান করার পর নামে বৃষ্টি। লম্বা সময় পর ডিএলএস মেথডে আবাহনীর লক্ষ্য দেওয়া হয় ২২ ওভারে ১৫৭। এই লক্ষ্যে নেমে ২ রানেই দুই ওপেনারকে হারিয়ে বসে আবাহনী। প্রবল চাপে এরপর জ্বলে উঠেন জিসান। ২৭ বলে ৩ চার ৪ ছক্কায় ৪৬ করেন জিসান। তার আউটে পর দোলাচল ছিলো বেশ। এসএম মেহরুবের ২৫ বলে ৩০, শামসুল ইসলামের ১৮ বলে ২৫ ও মাহফুজ রাব্বির ১২ বলে ২০ রানে জয় পেয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।

এই জয়ে ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠল আবাহনী।

দিনের আরেক ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৩ উইকেটে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব।

 

Comments

The Daily Star  | English

How Dhaka’s rickshaw pullers bear a hidden health toll

At dawn, when Dhaka is just beginning to stir, thousands of rickshaw pullers set off on their daily grind.

18h ago