যে কারণে সৌম্য খেলতে পারলেন না আমিরাতের বিপক্ষে

Soumya Sarkar
সৌম্য সরকার। ছবি: আইসিসি

সংযুক্ত আরব আমিরাত সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের কোনোটিতেই বাংলাদেশের একাদশে জায়গা হলো না সৌম্য সরকারের। বাঁহাতি এই ব্যাটারের খেলতে না পারার কারণ হিসেবে চোটের কথা নিশ্চিত করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, পিঠের পুরনো সমস্যায় ভুগছেন সৌম্য। গত এক সপ্তাহ ধরেই এমন পরিস্থিতি চলছে। চলমান পুনর্বাসন প্রক্রিয়া সত্ত্বেও তার শারীরিক অবস্থার উন্নতি বেশ ধীরগতিতে হচ্ছে। তাই তাকে এই সিরিজে খেলানোর জন্য বিবেচনা করা যায়নি।

এই প্রসঙ্গে বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান বলেছেন, 'সৌম্য গত সাত দিন ধরে পিঠের ব্যথায় ভুগছে। বিশেষ করে, বর্তমানে ব্যথাটা ডানদিকে স্থানান্তরিত হয়েছে। চলমান ব্যবস্থাপনা ও পুনর্বাসন প্রক্রিয়া সত্ত্বেও তার সেরে ওঠাটা ধীরগতিতে এগিয়ে চলেছে।'

৩২ বছর বয়সী সৌম্যর ফিটনেস ফিরে পেতে আরও সময় দরকার বলে উল্লেখ করেছেন তিনি, 'গত সপ্তাহ জুড়ে ব্যাপক মূল্যায়নের পর এই সিরিজের তৃতীয় ম্যাচেও খেলার জন্য সৌম্য উপযুক্ত নয়। তাই প্রতিযোগিতামূলক খেলায় ফিরে আসার জন্য তার সম্পূর্ণ সুস্থ হতে আরও সময় প্রয়োজন।'

আরব আমিরাতের বিপক্ষে সিরিজ শেষে আগামী ২৫ মে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। সেখানে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। আগামী ২৮ মে, ৩০ মে ও ১ জুন লাহোরের গাদ্দফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

সৌম্যর সেরে উঠতে যেহেতু আরও সময় দরকার, তাই পাকিস্তানের বিপক্ষে তাকে পাওয়া নিয়ে কিছুটা হলেও অনিশ্চয়তা থাকছে। ইতোমধ্যে সিরিজটি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন নাহিদ রানা। বাংলাদেশ দলের সঙ্গে যাচ্ছেন না এই ডানহাতি গতিময় পেসার।

Comments

The Daily Star  | English

Drive underway in Demra to recover Sada Pathor looted from Bholaganj

Rab claims to have found Bholaganj’s white stone stored in seven warehouses

1h ago