মুক্তিযুদ্ধ চলাকালে নৃশংসতার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

স্বাধীনতাপূর্ব পাওনা ৪.৫২ বিলিয়ন ডলারও দাবি করা হয়েছে পাকিস্তানের কাছে
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। ছবি: সংগৃহীত

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ। একইসঙ্গে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতার আগের পাওনা ৪ দশমিক ৫২ বিলিয়ন ডলার দাবি করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পাকিস্তানের সফররত পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

এই অর্থের মধ্যে ১৯৭০ সালের ভোলা সাইক্লোনের পর তৎকালীন পূর্ব পাকিস্তানের জন্য ২০০ মিলিয়ন ডলারের বৈদেশিক সাহায্যও রয়েছে।

দীর্ঘ ১৫ বছর পর পাকিস্তানের সঙ্গে এ ধরনের বৈঠকে বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব জসিম উদ্দিন।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব বলেন, 'আমরা বৈঠকে ঐতিহাসিক অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করেছি। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর নৃশংসতার জন্য আনুষ্ঠানিক ক্ষমা এবং পাওনা অর্থ নিয়ে আলোচনা হয়েছে।'

'পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে যে, ১৫ বছর পর ঢাকা-ইসলামাবাদ আলোচনা শুরু হওয়ায় তারা এ বিষয়গুলো নিয়ে কাজ করবে,' বলেন তিনি।

জসিম উদ্দিন আরও বলেন, 'আমাদের সম্পর্কের ভিত্তি দৃঢ় করতে এ বিষয়গুলো সমাধান করা প্রয়োজন।'

পররাষ্ট্র সচিব বলেন, 'পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারেরও আগামী ২৭-২৮ এপ্রিল বাংলাদেশ সফরের কথা আছে।'

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শিগগির সরাসরি ফ্লাইট চালু হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

পররাষ্ট্র সচিব বলেন, 'পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে পৃথক বৈঠক করেছেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন।'

এর আগে, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র দপ্তরের বৈঠক অনুষ্ঠিত হয়।

২০১০ সালের পর দুই দেশের মধ্যে প্রথমবারের মতো এমন বৈঠক হলো।

Comments

The Daily Star  | English

Govt publishes gazette of 1,558 injured July fighters

Of them, 210 have been enlisted in the critically injured "B" category, while the rest fall under the "C" category of injured fighters

1h ago