ট্রাম্প-শুল্কের স্থায়ী সমাধানে বাংলাদেশকে ৯ জুলাইয়ের আগে ব্যবস্থা নেওয়ার পরামর্শ

ট্রাম্পের শুল্ক আদেশের ওপর ৯০ দিনের স্থগিতাদেশ খুবই সীমিত সময়ের এবং এ সমস্যার স্থায়ী সমাধানে আগামী ৯ জুলাইয়ের মধ্যে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধিদল।
এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
এতে বলা হয়, সফররত মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল এ. চুলিক ও অ্যান্ড্রু হেরাপ গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে বৈঠকে শুল্ক নিয়ে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।
শুল্ক স্থগিতে যুক্তরাষ্ট্রকে দেওয়া প্রধান উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টার চিঠির উল্লেখ করে পররাষ্ট্র সচিব তাদের জানান, অন্তর্বর্তী সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি মোকাবিলায় কিছু ব্যবস্থার নেওয়ার কথা বিবেচনা করছে।
জসিম উদ্দিন বলেন, 'বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ৯০ দিনের স্থগিতাদেশকে বিরতি হিসেবে বিবেচনা করে না এবং উভয় দেশের পারস্পরিক স্বার্থে নতুন পরিস্থিতি মোকাবিলার উপায় খুঁজে বের করতে অংশীদারদের সঙ্গে পরামর্শের মাধ্যমে সক্রিয়ভাবে সময় কাজে লাগাচ্ছে।'
বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের আরও কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। বাণিজ্য ছাড়াও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং দুই দেশের জনগণের মধ্যকার যোগাযোগ এবং রোহিঙ্গা সংকট উঠে আসে আলোচনায়।
পররাষ্ট্র সচিব শ্রম মান উন্নয়নের জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং অন্তর্বর্তী সরকার গঠিত ১১টি সংস্কার কমিশনের সংস্কার উদ্যোগের কথা তুলে ধরেন।
মার্কিন প্রতিনিধিদল সরকারের সংস্কারের উদ্যোগের প্রশংসা করেন এবং এ বিষয়ে মার্কিন প্রশাসনের সমর্থন পুনর্ব্যক্ত করেন।
পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন মার্কিন যুক্তরাষ্ট্রকে সাম্প্রতিক ইউএসএআইডি তহবিল হ্রাস, বিশেষ করে স্বাস্থ্য ও কৃষি খাতে তহবিলের বিষয়টি পুনর্বিবেচনা করার অনুরোধ করেন এবং মার্কিন উন্নয়ন অর্থ করপোরেশনে বাংলাদেশের অন্তর্ভুক্তির জন্য সমর্থন চান।
এ বিষয়ে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন বলে জানিয়েছে মার্কিন প্রতিনিধিদল।
উভয় পক্ষই সামনের দিনগুলোতে বাংলাদেশ-মার্কিন অংশীদারত্বকে আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করে বৈঠক শেষ করেন।
Comments